AAMAR PRANER MANUSH JE JON - আমার প্রাণের মানুষ যে জন

Описание к видео AAMAR PRANER MANUSH JE JON - আমার প্রাণের মানুষ যে জন

Lyrics- Acharyadev Sree Sree Dada
Composed By- Rev Babai dada
Music and Arrangement - Puj. Abin dada

আমার প্রাণের মানুষ যে জন, লুকিয়ে তিনি থাকেন না’তো।
আমার প্রাণের মানুষ যে জন, লুকিয়ে তিনি থাকেন না’তো।
মানুষ হ’য়ে লোক সমাজে করেন লীলা অবিরত।
মানুষ হ’য়ে লোক সমাজে করেন লীলা অবিরত।

চলনটি তাঁর বড়ই তো সুন্দর, ছন্দে তার’ই জাগে প্রাণে ভালবাসার ঝড়।
ও তার অবাধ চলার ছন্দ মনোহর।
ও তাঁর চলন বলন মোহন রূপে ভক্ত সেবক শত নিত্য তাঁরই পথের ধূলায় করছে মাথানত।
ও তাঁর চলন বলন মোহন রূপে ভক্ত সেবক শত নিত্য তাঁরই পথের ধূলায় করছে মাথানত।
আমার প্রাণের মানুষ যে জন, লুকিয়ে তিনি থাকেন না’তো।

ঐ জাগে তাঁর অরুণআঁখির, তারার মাঝে আলোর নাচন ,আর সকল কথায় প্রেমের মাতন।
ঐ জাগে তাঁর অরুণআঁখির, তারার মাঝে আলোর নাচন ,আর সকল কথায় প্রেমের মাতন।
প্রাণকাড়া তাঁর সেবা যতন প্রীতির সাধন তাঁর মুখর স্পন্দন।
তাঁর অলোক লীলা যত, হিয়ায় জাগায় স্বস্তি শান্তি মুক্তি অবিরত।
তাঁর অলোক লীলা যত, হিয়ায় জাগায় স্বস্তি শান্তি মুক্তি অবিরত।
আমার প্রাণের মানুষ যে জন, লু কিয়ে তিনি থাকেন না’তো।

নেয় সে কেড়ে হ্রদয়টারে, প্রানের পরশ দিয়ে ধন্য করেন অবাধ প্রীতির সুধা ছড়িয়ে, আর সেবার সুযোগ দিয়ে
নেয় সে কেড়ে হ্রদয়টারে, প্রানের পরশ দিয়ে ধন্য করেন অবাধ প্রীতির সুধা ছড়িয়ে, আর সেবার সুযোগ দিয়ে
ওই নেচে গেয়ে আসছে ধেয়ে ভক্ত সুজন কত, কৃতার্থতায় ধন্য হবে মরণ হবে নত।
ওই নেচে গেয়ে আসছে ধেয়ে ভক্ত সুজন কত, কৃতার্থতায় ধন্য হবে মরণ হবে নত।
মানুষ হ’য়ে লোক সমাজে করেন লীলা অবিরত।
মানুষ হ’য়ে লোক সমাজে করেন লীলা অবিরত।
আমার প্রাণের মানুষ যে জন, লুকিয়ে তিনি থাকেন না’তো।
আমার প্রাণের মানুষ যে জন, লুকিয়ে তিনি থাকেন না’তো।

© 2021. ALL RIGHTS RESERVED. SATSANG.
DO NOT DOWNLOAD AND RE-UPLOAD FULL OR PARTIAL CONTENT OF THIS VIDEO ANYWHERE WITHOUT PRIOR PERMISSION TO AVOID COPYRIGHT STRIKES AND OTHER LEGAL COMPLICATIONS

Комментарии

Информация по комментариям в разработке