Reaz Hyder live, 71 tv, 71 journal , aftar Salauddin qader (saka) chowdhury jaughment , at night from mobile , 2013 10 02
টকশোতে রিয়াজ হায়দার চৌধুরী
যুদ্ধাপরাধী ও চট্টগ্রামের শীর্ষতম বিএনপি নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডাদেশ দেয়ার পর বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন ৭১ টেলিভিশনে টকশোতে সঞ্চালক নবনীতা চৌধুরীর মুখোমুখি হন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক, পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী। চট্টগ্রামে গণজাগরণের অন্যতম প্রধান সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন। তাঁর সময়কালেই চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের সাংবাদিক ইউনিয়ন কার্যালয় হয়ে ওঠে গণজাগরণের কার্যালয়। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জমায়েত ও পূর্বাপর প্রস্তুতিতে প্রধানতম সংগঠকের ভূমিকা রাখেন এই পেশাজীবী নেতা । গণজাগরণ চলাকালে একাধিক দফায় হামলার শিকার হন তিনি। এই পেশাজীবী নাগরিক সংগঠক বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন 'বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে'র সহ-সভাপতি। এছাড়াও ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকও। চট্টগ্রামের পেশাজীবীদের মোর্চাসংগঠন 'পেশাজীবী সমন্বয় পরিষদে'র সাধারণ সম্পাদক তিনি। এছাড়া নাগরিক সংগঠন চট্টগ্রাম নাগরিক উদ্যোগে'র আহ্বায়ক। চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য পদ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত । দেশের সবচেয়ে বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান তিনি। এছাড়াও কাজ করেছেন দীর্ঘদিন গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে একুশে টেলিভিশন, যমুনা টেলিভিশন, মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বাংলা টেলিভিশন 'এসটিভি ইউএস' , দৈনিক পূর্বকোণ, দৈনিক খবর, দৈনিক রুপালী, দৈনিক বাংলাদেশের স্বাধীনতা পত্রিকায়। তাঁর লেখা প্রকাশিত হয় দৈনিক প্রথম আলো, দৈনিক আজকের কাগজ, দৈনিক আজাদী, দৈনিক সংবাদ, দৈনিক নয়াবাংলা, খবরের কাগজ, দেশচিন্তা, আজকের সূর্যোদয়, কিংবদন্তি, সোনার তরী সহ দেশ ও বিদেশের বিভিন্ন কাগজে । একাধিক গ্রন্থ প্রণেতা এ সাংবাদিক, গবেষক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আন্তর্জাতিক ন্যাম সম্মেলনে যোগ দেন। এছাড়াও সুইজারল্যান্ড, ন্যাদারল্যান্ড, ফ্রান্স, জাপান, জার্মানি, মালয়েশিয়া, তাইওয়ান, ভারতসহ এশিয়ার ভিন্ন দেশ সফর করেন ।
Информация по комментариям в разработке