বাংলা প্ৰাচীন জনপদসমূহের তালিকাসম্পাদনা
প্রাচীন জনপদের নামবর্তমান অবস্থান১পুণ্ড্র
বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ
২বরেন্দ্ৰবগুড়া,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ৩বঙ্গঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল)[২]৪গৌড়মালদহ , মুর্শিদাবাদ,বীরভূম,বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ৫সমতটবৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল৬রাঢ়পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল বর্ধমান জেলা৭হরকূল বা হরিকেলচট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট৮চন্দ্ৰদ্বীপবরিশাল, বিক্ৰমপু্র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল৯সপ্তগাঁওখুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল১০কামরূপজলপাইগুড়ি, আসামের বৃহত্তর গোয়ালপাড়া জেলা,বৃহত্তর কামরূপ জেলা১১তাম্ৰলিপ্তমেদিনীপুর জেলা১২রূহ্ম (আরাকান)কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল১৩সূহ্মগঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ,আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল১৪বিক্রমপুরমুন্সিগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল১৫বাকেরগঞ্জবরিশাল, খুলনা, বাগেরহাট
প্রাচীনকালে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলাের নাম দেয়া হয়েছিল জনপদ। চতুর্থ শতক হতে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল, সেন প্রভৃতি আমলের উল্কীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার ১৬ টি জনপদগুলাের নাম পাওয়া যায় (বাংলায় ছিল ১০টি)। বঙ্গ, গৌড়, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, রাঢ়, পুণ্ড ও বারিন্দ্রী প্রভৃতি নামে জনপদ ছিল।
Информация по комментариям в разработке