সুচেতনা - জীবনানন্দ দাশ | কবিতার আলোচনা (বনলতা সেন) Suchetana by Jibanananda Das

Описание к видео সুচেতনা - জীবনানন্দ দাশ | কবিতার আলোচনা (বনলতা সেন) Suchetana by Jibanananda Das

'বনলতা সেন' কাব্যগ্রন্থভুক্ত "সুচেতনা" কবিতাটি জীবনানন্দের একটি বিখ্যাত কবিতা। 'বনলতা সেন' জীবনানন্দ দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। ১৯৪২ সালে এটি প্রকাশিত হয়। এটি "কবিতাভবন সংস্করণ" নামে অভিহিত। পরবর্তীকালে সিগনেট প্রেস বনলতা সেন প্রকাশ করে ১৯৫২-তে। আজকের পর্বে রইলো সুচেতনা কবিতাটির আলোচনা।

জীবনানন্দ দাশের জন্ম ১৮৯৯ সালে। যৌবনের প্রারম্ভেই জীবনানন্দের কবিপ্রতিভা বিকশিত হতে শুরু করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ১৯২৫ এর জুনে মৃত্যুবরণ করলে জীবনানন্দ তাঁর স্মরণে 'দেশবন্ধুর প্রয়াণে' নামক একটি ব্রাহ্মবাদী কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। ঐ বছরেই কল্লোল পত্রিকায় 'নীলিমা' কবিতাটি প্রকাশিত হলে তা অনেক তরুণ কাব্যরসিকের দৃষ্টি আকর্ষণ করে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক', তারপর তিনি লেখেন 'ধূসর পাণ্ডুলিপি', 'বনলতা সেন', 'সাতটি তারার তিমির' ইত্যাদি। ১৯৫৪ সালে কবি পরলোক গমন করেন।

Комментарии

Информация по комментариям в разработке