Bichnakandi, Panthumai II বিছনাকান্দি ও পান্থুমাই ঝর্ণা

Описание к видео Bichnakandi, Panthumai II বিছনাকান্দি ও পান্থুমাই ঝর্ণা

বিছনাকান্দি ও পান্থুমাই ঝর্ণা II Bichnakandi II Panthumai

আজ ছিল সিলেট ভ্রমণের ২য় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে সিএনজি ভাড়া করি সারা দিনের জন্য। ভাড়া ঠিক হয় ১৫০০/-। প্রায় দেড় ঘন্টা চলার পর পৌছাই পীরের বাজার নৌকা ঘাটে, যেটা আমাদের ভুল ছিল।
সিএনজি ড্রাইভারকে বলতে ভুলে গিয়েছিলাম যে , হাদারপাড় নৌকা ঘাটে নেয়ার জন্য,
পীরের বাজারে সিন্ডিকেট করে নৌকা ভাড়া অনেক বেশি রাখে,
তাই অবশ্যই সবাই পীরের বাজার এড়িয়ে চলবেন
আমাদের নৌকা ভাড়া নিয়েছিল, বিছনাকান্দি ও পান্থুমাই আসা যাওয়া ২৪০০/-
যেখানে ভাড়া চেয়েছিল ৩৫০০/-
তবে নৌকার মাঝি বেশ ভাল লোক ছিল।
আর সব মিলিয়ে ভ্রমণও বেশ ছিল।


বিছনাকান্দির সৌন্দর্য,বিছনাকান্দি,পান্থুমাই ঝর্ণা,পীরের বাজার,পীরের বাজার সিলেট,সিলেট,বিছানাকান্দি ভ্রমণ ২০২০,bichanakandi sylhet, bichanakandi tour, panthumai sylhet, panthumai waterfall,
sylhet , bichanakandi, বিছানাকান্দি ও পান্থুমাই ভ্রমণ, একদিনে বিছানাকান্দি ও পান্থুমাই ভ্রমণ

Комментарии

Информация по комментариям в разработке