তমা তুঙ্গী ! যেখানে গেলে দেখতে পাবেন তাজিংডং,কেওক্রাডং ও কপিতালের চূড়া

Описание к видео তমা তুঙ্গী ! যেখানে গেলে দেখতে পাবেন তাজিংডং,কেওক্রাডং ও কপিতালের চূড়া

#বান্দরবান #তমাতুঙ্গী #তাজিংডং

তমা তুঙ্গী ! যেখানে গেলে দেখতে পাবেন তাজিংডং,কেওক্রাডং ও কপিতালের চূড়া


বান্দরবান আমার কাছে একটা আসক্তির নাম।তাই চেষ্টা করি প্রতিবছর একবার হলেও বান্দরবান যাওয়ার। এইবার গিয়েছিলাম বান্দরবানের খুমের রাজ্য আমিয়াখুম~নাফাখুম।যেখানে যেতে প্রতিদিন আমাদের ৭ ঘন্টা করে ট্রেকিং করতে হয়েছিল।যদিও অনেক কষ্টেহয়েছিল,

কিন্তু বান্দরবানের গহীনের সৌন্দর্যের কাছে আমার কষ্ট হার মানতে বাধ্য হয়েছে। আর সেই সাথে চেষ্টা করেছি গহীনের কিছু সৌন্দর্য ক্যামেরা বন্দি করার। ৬ পর্বের আমিয়াখুম~নাফাখুম সিরিজের শেষ পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি,যা আপনাদের উপকারে আসবে।


#বান্দরবান
#তাজিংডং
#তমাতুঙ্গী

Комментарии

Информация по комментариям в разработке