বান্দরবানের যে জায়গার কথা অনেক পর্যটক জানেই না। উপবন লেক। সোনাইছড়ি। শৈলচূড়া।

Описание к видео বান্দরবানের যে জায়গার কথা অনেক পর্যটক জানেই না। উপবন লেক। সোনাইছড়ি। শৈলচূড়া।

বান্দরবানের যে জায়গার কথা অনেক পর্যটক জানেই না। উপবন লেক। সোনাইছড়ি। শৈলচূড়া।
সোনাইছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন। সোনাইছড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত একটি নতুন, দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে আত্মপ্রকাশা করেছে। দৃষ্টিনন্দন এই পর্যটন স্পট টি কক্সবাজার থেকে ত্রিশ কিলোমিটার এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দুরত্বে অবস্থিত। তাই কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা খুব সহজেই ঘুরে আসতে পারেন নাইক্ষ্যংছড়ির এই সোনাইছড়িতে । নাইক্ষ্যংছড়ি থেকে সোনাইছড়ি যাওয়ার পথে রাস্তার দুই পাশের পাহাড়ী দৃশ্য খুবই মনোরম যা আরো আকর্ষণীয় করে উপস্থাপন করছে পর্যটকদের কাছে। চারপাশের সবুজ পাহাড় আর বনরাজির অপরুপ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় সকল পর্যটকদের। সোনাইছড়ির এই জায়গাটি সোনাইছড়ি সানসেট পয়েন্ট নামেও পরিচিত।

উপবন লেক :
বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে অবস্থিত কৃত্রিম হ্রদ। এখানে মাছ ধরা ও নৌকা ভ্রমণের সুবিধা রয়েছে। বান্দরবান শহর থেকে 120 কিলোমিটর দূরে হলেও কক্সবাজার থেকে মাত্র 20 কিলোমিটারের মধ্যে হওয়াতে এ স্থানটি ইকো ট্যুর ও পিকনিক স্পট হিসাবে এর পরিচিত রয়েছে। উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় এটি পরিচালিত হচ্ছে।
লেকের জলে ঝুলন্ত সেতু। দুই পাশে বন, আর শান্ত নয়নাভিরাম পরিবেশ। চোখজুড়ানো স্থানটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দৃষ্টিনন্দন উপবন লেক পর্যটনকেন্দ্র।
#bandarban #bandarban_tour
Find me on facebook:   / nilhasan117  



Yesterday On Repeat by Vexento / vexento
/ vexento
Music provided by Music for Creators • Yesterday On Repeat — Vexento

–––

• Contact the artist:

[email protected]
/ vexento

Комментарии

Информация по комментариям в разработке