মায়াবিনি লেক //MAYABINI LAKE

Описание к видео মায়াবিনি লেক //MAYABINI LAKE

মায়াবিনী লেক # ভাইবোনছড়া # খাগড়াছড়ি।


মায়াবিনী লেক (Mayabini Twisa Lake) টি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ভাইবোনছড়ার কংচাইরি পাড়ায় পাহাড়ের মাঝে অবস্থিত একটি অপূর্ব সুন্দর লেক। লেকের শীতল স্বচ্ছ জলে ভেসে বেড়ায় মাছ। লেকের চারদিকে বিস্তৃত অরণ্যঘেরা সবুজের সমারোহ। পাহাড়ের উঁচু-নিচু ৪০ একর নিসর্গময় জায়গার মাঝে লেকটি। লেকের মাঝখানেও রয়েছে টিলা। টিলাগুলোতে তৈরি করা হয়েছে গোলঘর বিশ্রামাগার। গোলঘর থেকে পাহাড়ে যাওয়ার জন্য রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি বাঁশের সাঁকো।

মায়াবিনী লেকে ঘোরার জন্য ৪টি নৌকার ব্যবস্থা রয়েছে। পড়ন্ত বিকেলে লেকের চারদিকে নৌকায় করে ঘুরে বেড়ানোর সময় মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখে মন চঞ্চল হয়ে উঠে। এ সময় ঝাঁকে ঝাঁকে হাঁসের পাশাপাশি দেখা যাবে সাদা বক। বড় বড় মাছের লাফালাফি মন কেড়ে নেবে।

একতা মৎস্য সমবায় সমিতির এক স্বপ্নের নাম এই মায়াবিনী লেক। ২৮ সদস্যের একতা মৎস্য সমবায় সমিতির হাত ধরেই এখানে তৈরি হয়েছে এই বিনোদন কেন্দ্র। স্থানীয়রা কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে মায়াবিনী লেক পরিচালনা করছে। বন্ধুরা মিলে বেড়াতে যেতে পারেন আবার পারিবারিক ভ্রমণের জন্যেও চমৎকার পর্যটন স্পটটি। চাইলে একা একা চুপচাপ নির্জনে সময় কাটাতে পারবেন। মোদ্দা কথা হলো, জেলা শহরের খুব কাছে সময় কাটানোর জন্যে অসাধারন এই জায়গাটি।

মায়াবিনী লেক এর কাছাকাছি ভাইবোনছড়াতে রাবার ড্যাম, বৌদ্ধ ধর্মালম্বীদের উপসনালয় অরন্য কুঠিরসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে।

Комментарии

Информация по комментариям в разработке