এটা কি সত্যিই গোলাপ শাহ মাজার?| নাকি অন্য কোনো রহস্য? Is it really golap shah shrine?other mystery?

Описание к видео এটা কি সত্যিই গোলাপ শাহ মাজার?| নাকি অন্য কোনো রহস্য? Is it really golap shah shrine?other mystery?

Ahsan info
ঢাকা গুলিস্তানে হযরত গোলাপ শাহ (রহঃ) এর মাজার শরীফ অবস্থিত। হযরত সিকান্দার শাহ ইয়ামেনি (রঃ) ২০০ বছর পূর্বে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। তিন মারা গেলে নিম গাছতলিতে সমাহিত করা হয়। পরবর্তীতে হযরত গোলাপ শাহ (রহঃ) আল্লাহর কামেল সুফী, ভারত উপমহাদেশ থেকে এদেশে আসেন। পরে তার মৃত্যুর পর সেকেন্দার শাহ বাবার ডান পাশে সমাহিত করা হয়। বাবার মাজার চারিদিকে লোহার তৈরী ছিদ্র যুক্ত বেড়া দিয়ে ঘেরা। বাবার দরগাহে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান সবাই টাকা ফেলে মানত করেন। মাজারের শিকল ধরে বিপদ গ্রস্হ মানুষ বাবার মাধ্যমে আল্লাহর কাছে মুক্তির ফরিয়াদ জানায়। এখন কিছু তালা বাবা শিকলে তালা মেরে এবং ফুল দিয়েও মানত করে। বার বার বুলডোজার দিয়ে ভাঙ্গার চেষ্টা করা হলেও তা অকেজো হয়ে যায়। এবং তাতে অলৌকিক ভাবে আগুন জ্বলে যায়। এরপর স্বপ্নে নির্দেশ দেয়া হয়, যে বা যারা মাজার ভাঙবে তাদের ভয়ানক ক্ষতি হবে তাঁরা কেউ বাঁচবে না।বৃহস্পতিবার ও শুক্রবারে আতর সুগন্ধি মেখে ভক্ত আশেকানরা হাজির হোন। সব মাজারে গাজা/ বা গাঁজা বাবা, তালা বাবা, লেংটা বাবা, ভন্ড বাবা বা শিকল বাবাদের গোপন রহস্য পরিলক্ষিত হয় কিন্তু আমি যেদিন মাজারে গেছি সে দিন কাউকে খুজে পাইনি। Tala baba, shikol baba, vondo baba, golap shah majar, gulap shah, golap shah Biography কাউকে পাইনি।
...................................................
Music: Action Hero - Jingle Punks
   • Action Hero – Jingle Punks (No Copyri...  
....................................................

Комментарии

Информация по комментариям в разработке