Bardhaman City Vlog || Burdwan University Rajbari || প্রিয় শহর বর্ধমান ভ্রমণ...

Описание к видео Bardhaman City Vlog || Burdwan University Rajbari || প্রিয় শহর বর্ধমান ভ্রমণ...

#Bardhaman

বর্ধমান জেলা ,
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত বর্ধমান বিভাগের অধুনালুপ্ত একটি জেলা। ২০১৭ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল এই জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়।

এই বর্ধমানে বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলাম এর জন্ম,,
বর্ধমান জেলাটি বিভিন্ন কারনে বিখ্যাত যেমন শিতাভোগ মিস্টি,ল্যাংচা,লস্যি যা সারা বিশ্বে পরিচিত।
বর্ধমান মূলত কৃষি প্রধান জেলা। একে পশ্চিম বঙ্গের শস্য ভান্ডার বলা হয়।
ধাত্রিগ্রাম তাঁতের কাপড়ের জন্য প্রসিদ্ধ
এছারা এখানকার মহাকুমা শহর বলতে, দূড়গাপুর,আসানশোল,কালনা,কাটোয়া ইত্যাদিকে বোঝায়,,

এ জেলাতে আছে- ১০৮ শিবমন্দির,বর্দ্ধমান গির্জা,ভারতী ভবন,বর্ধমান বিশ্ববিদ্যালয় ,বর্ধমান মেঘনাদ সাহা তারামণ্ডল,বার্নপুর ইস্পাত কারখানা,এছারা কার্জন গেট।

গোটা জেলা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও স্থাপত্য-ভাস্কর্য। বর্ধমান শহরে রয়েছে শের আফগান ও কুতুবউদ্দিনের সমাধিস্থল, সুফি সাধক পীর বাহারমের সমাধিস্থল, লর্ড কার্জনের বর্ধমানে আগমনের জন্য তৈরি কার্জন গেট তথা আজকের বিজয় তরন, বর্ধমানের রাজবারি ইত্যাদি। রয়েছে পূর্বস্থলীর পাখিরালয়, শ্রীখণ্ড। এ ছাড়াও রয়েছে বিভিন্ন পার্ক, নদী, ধর্মীয় স্থান। এ জেলার আনাচে কানাচে রয়েছে ইতিহাসের বহু নিদর্শন,,,
তাই এই প্রিয় শহরে ছুটে আসলাম ❣️

ভালবাসা রইলো প্রিয় বর্ধমানবাসী ,

Комментарии

Информация по комментариям в разработке