Dekhlam A Songsar। Fakir Lalon Shai। Abdur Rob Fakir। দেখলাম এ সংসার। ফকির লালন সাঁই। আব্দুর রব ফকির

Описание к видео Dekhlam A Songsar। Fakir Lalon Shai। Abdur Rob Fakir। দেখলাম এ সংসার। ফকির লালন সাঁই। আব্দুর রব ফকির

দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখতে দেখতে অমনি কেবা কোথা যায়।
মিছে এ ঘর-বাড়ি মিছে ধন টাকা-কড়ি
মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়।।

কীর্তিকর্মার কীর্তি কে বুঝিতে পারে
সে বা জীবকে নেয় কোথা ধরে
এ কথা আমি শুধাব কারে
নিগূঢ় তত্ত্ব অর্থ কে বলবে আমায়।।

যে করে এই লীলে, তারে চিনলাম না
আমি আমি বলি, আমি কোন্‍ জনা
মরি কী আজব কারখানা
গুণে পড়ে কিছু ঠাহর না রে হয়।।

ভয় ঘোচে না আমার দিবা-রজনী
কার সঙ্গে কোন্‍ দেশে যাব না রে জানি
দরবেশ সিরাজ সাঁই কয় বিষম কার গণি
পাগল হয় রে লালন যথায় বুঝতে চায়।।

Комментарии

Информация по комментариям в разработке