Matin Rahman biographical interview.বরেণ্য চলচ্চিত্র পরিচালক মতিন রহমানের জীবনীভিত্তিক সাক্ষাতকার।

Описание к видео Matin Rahman biographical interview.বরেণ্য চলচ্চিত্র পরিচালক মতিন রহমানের জীবনীভিত্তিক সাক্ষাতকার।

মতিন রহমান চলচ্চিত্রকার আজিজুর রহমানের সহকারী হিসেবে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। আজিজুর রহমানের সহকারী হিসেবে তিনি অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা (১৯৮০) এবং মহানগর (১৯৮১) চলচ্চিত্রে কাজ করেন। ১৯৮২ সালে নির্মিত লাল কাজল পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র। এরপর নির্মাণ করেন চিৎকার, স্বর্গ নরক, স্নেহের বাঁধন, জীবন ধারা। ১৯৮৯ সালে পরিচালনা করেন পাকিস্তানের ইকবাল কাশ্মীরীর একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরীর লেখা কাহিনী নিয়ে রাঙা ভাবী এবং ময়মনসিংহ গীতিকার লোককাহিনী অবলম্বনে বীরাঙ্গনা সখিনা। ১৯৯২ সালে পরিচালনা করেন অন্ধ বিশ্বাস।এই চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে তিনি নির্মাণ করেন সালমান শাহ ও শাবনূর জুটিকে নিয়ে তোমাকে চাই (১৯৯৬), মন মানে না, রিয়াজ, শাকিল খান ও শাবনূর অভিনীত বিয়ের ফুল (১৯৯৯) ও নারীর মন (২০০০), রিয়াজ, শাবনূর, ও ফেরদৌস আহমেদ অভিনীত এ মন চায় যে...! (২০০০), রিয়াজ ও শাবনূর অভিনীত মাটির ফুল (২০০৩) ও মহব্বত জিন্দাবাদ।২০০৪ সালে রিয়াজ ও শ্রাবন্তিকে নিয়ে নির্মাণ করেন কমেডি ধাঁচের রং নাম্বার। ২০০৫ সালে নির্মাণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গল্প অবলম্বনে রাক্ষুসী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রোজিনা ও ফেরদৌস আহমেদ। ২০০৮ সালে পরিচালনা করেন তোমাকেই খুঁজছি।

চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।বাংলাদেশে মেইনস্ট্রিম চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনিই একমাত্র ডক্টরেট ডিগ্রিধারী।তিনি ২০০২ সাল থেকে ঢাকার বেসরকারী স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে অধ্যাপনা করছেন।

বরেণ্য চলচ্চিত্র পরিচালক মতিন রহমানের জীবনী ভিত্তিক সাক্ষাতকার ’কীর্তিমানের গল্পকথা’।

পরিকল্পনা ও নির্মাণ:
সাজ্জাদ কাদির
নাজনীন দীপা

নেপথ্য কণ্ঠ:
নাজনীন দীপা

উপস্থাপনা:
সাজ্জাদ কাদির

প্রযোজনা:
সাহরিয়ার মোহাম্মদ হাসান

আমাদের অন্যান্য লিঙ্ক
ফেসবুকঃ
  / sazzad.kadir.35  
ইন্সটোগ্রামঃ
  / sazzadbtv  
লিঙ্কডইনঃ
  / sazzad-ka.  .
টুইটারঃ
  / sazzadkadir7  
সাজ্জাদ কাদির বুকসঃ
https://www.rokomari.com/book/author/...

Комментарии

Информация по комментариям в разработке