প্রথম বিশ্বযুদ্ধ | ইতিহাসের বিভীষিকাময় অধ্যায় | আদ্যোপান্ত | World War I | Adyopanto

Описание к видео প্রথম বিশ্বযুদ্ধ | ইতিহাসের বিভীষিকাময় অধ্যায় | আদ্যোপান্ত | World War I | Adyopanto

মানুষে মানুষে যুদ্ধ এবং রক্তপাতের ইতিহাস মানব সভ্যতার মতই পুরনো। স্থলভাগের পরিমান বৃদ্ধি থেকে শুরু করে খনিজ সম্পদ আহরণ এবং স্বাধীনতা অর্জনের মত বহুবিধ কারণে একাধিক গোত্র, জাতি, রাষ্ট্র বা সাম্রাজ্য পরষ্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধ নামক বিভীষিকাময় এই ঘটনাটি বহুল প্রচলিত হলেও নানা কারণে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।

এই ভিডিওতে আপনাদের এমন এক ঐতিহাসিক যুদ্ধের কথা জানাবো। বিংশ শতকের প্রথম ভাগে সংঘটিত এই যুদ্ধে একাধিক জাতি বা সাম্রাজ্য নয় শুধু, গোটা বিশ্বই জড়িয়ে পড়েছিল। আর এই যুদ্ধে যে পরিমান প্রাণহানির ঘটনা ঘটেছিল তা আগের কয়েক হাজার বছরের সবগুলো যুদ্ধ মিলিয়েও ঘটেনি। নিশ্চয়ই বুঝে ফেলেছেন প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। সবমিলিয়ে বিভিন্ন পক্ষে সাত কোটির বেশী মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছিল। আনুষ্ঠানিকভাবে ১৯১৪ সালের ২৮শে জুলাই থেকে শুরু হয়ে ১৯১৮ সালের ১১ই নভেম্বর পর্যন্ত চলা এই যুদ্ধে প্রায় দেড় কোটি বেসামরিক নাগরিকসহ অন্তত আড়াই কোটি মানুষ প্রাণ হারায়।

আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে।

📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке