কণ্ঠ - শম্পা ভাওয়াল
Writer - Durga bera
Video - Debabrata Chakraborty
Audio - Pradipta
Camera - Raez
keyboard - Subrata Adhikary
Recorded by - Studio Kristy
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 🙏
If you like it do LIKE, SHARE and SUBSCRIBE my channel
মন কেমন'টা
দুর্গা বেরা
সিঁড়ির পাশে অল্প আলোয় দাঁড়িয়ে থাকি। পুজোর চাঁদা তুলতে এসে, তাকাস যদি! তর্কাতর্কি অনেক হোক, বাবার সাথে। হাত বাড়িয়ে যদি ছোঁয়া দিস, আমার হাতে! আজকে চাঁদা না দিলে পরে, বেশ হবে। কালকে কালো পাঞ্জাবীটা পরিস তবে। শেষে যদি ফিরতি পথে সময় থাকে- তাকাস কিন্তু, আমি থাকব পথের বাঁকে। পুজোরজামা কিনলি টিনলি? হোলো কটা? আমার কাছে তোরটা'ই বেস্ট, হয়েছে নটা। আমায় দেখে নিজের মনে বেরিয়ে আসে, 'ভোর'? যখন তখন আমায় দেখতে ইচ্ছে করে, তোর! ঠাকুর আনতে যাবি যখন- এ পথ দিয়ে যাবি? আমি থাকবো ছাদে, তখন লুকিয়ে লুকিয়ে তাকাবি? কলাবৌ স্নান করাতে গেলে, ধুতি পরবি তুই? ফেরার পথে আমায় দেখে- জল ছুঁড়বি, -- ঐ? কলাবৌ এর মতন আমায় অবগাহন করাবি? আমাকে ছোঁয়ার আস্কারা , অনুভবে রাখবি! ষষ্ঠীতে লাল জামদানিতে, দেখবি তো আমাকে? আকাশ-নীল শেরওয়ানিতে, খুব মানায় তোকে। সপ্তমীতে ঠাকুর দেখতে গিয়ে আমায় খুঁজিস? আমায় দেখতে না পেয়ে বুঝি অন্ধকারে কাঁদিস? অষ্টমীতে পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করিস? নাকি, দাঁড়িয়ে কান পেতে চুড়ির শব্দ শুনিস। আমি না থাকলে তোর নির্জন হয়, মন? আমাকে না পেয়ে- বল'না, ভেজাস-- চোখের কোণ? আমি যখন প্যান্ডেলে, এদিক সেদিক তুই। খুব ছটফট করি, চাই খুব করে তোকে ছুঁই। নবমীটা আসলে জানিস? ডুকরে কেঁদে বেড়াই। বুকের ভেতর তুই থাকিস, বাইরে চোখে হারাই। দশমীটা আসলেই তো ফুরিয়ে যায় ছোঁয়া। সারা বছর অপেক্ষার সমাপ্তি হয় পাওয়া। রাতে যখন ঘুমাতে যাই, আমার একার ঘরে- অতৃপ্তি মিটিয়ে নিতে বড্ডো ইচ্ছে করে। "তোকে ছোঁয়া" ঋণ দিবি, সামনের দিন ক'টা? তোকে ছুঁয়ে সুদ হয়ে থাক, সুখের জীবন'টা"।
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
Информация по комментариям в разработке