শেহজাদের মা আমি বাবাও আমি, এর মধ্যেই উত্তর আছে’

Описание к видео শেহজাদের মা আমি বাবাও আমি, এর মধ্যেই উত্তর আছে’

শেহজাদের মা আমি বাবাও আমি, এর মধ্যেই উত্তর আছে’

#shakibkhan #সাকিব_খান #বুবলি #বীর


কয়েকদিন থেকেই গুঞ্জন চাউর হয়েছে, ফের মিলিত হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। গত মাসে ছেলে আব্রাহাম খান জয়সহ সাবেক এই দম্পতির যুক্তরাষ্ট্রে একত্রে সময় কাটানো গুঞ্জনের পালে আরও জোরে হাওয়া দিচ্ছে। এখনো এ বিষয়ে শাকিব মুখ না খুললেও ইনিয়ে-বিনিয়ে অপু কিন্তু মিলনের ইঙ্গিতই দিচ্ছেন।

এদিকে বিষয়টি নিয়ে কী ভাবছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলী—শুরু থেকেই উৎসুক এই নায়িকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। বুবলী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ। আমাকে তার মায়ের দায়িত্ব পালন করতে হয়, বাবার দায়িত্বও পালন করতে হয়। ওর টেককেয়ার করাই এখন আমার ব্যস্ততা। এর বাইরে আমি অন্য কিছু শুনছিও না, দেখছিও না, ভাবছিও না। এসব ব্যাপারে কথাও বলতে চাই না।’

তার কথার রেশ ধরে জিজ্ঞেস করা হয়, তবে কি শেহজাদের প্রতি দায়িত্ব পালন করছেন না বাবা শাকিব খান? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমি যে বললাম, শেহজাদের জন্য আমাকে মায়ের দায়িত্ব পালন করতে হয়, বাবার দায়িত্বও পালন করতে হয়—এই কথাটার মধ্যে উত্তর আছে।’

তিনি আরও বলেন, ‘শেহজাদের বিষয়টি সামনে আসার পর থেকে অনেকে অনেক কিছুই সামনে আনার চেষ্টা করেছে, এখনো করছে। তাই ওসব নিয়ে ভাবি না। এসব কারণেই এখন আমার সবকিছু ঘিরেই শেহজাদ। ও কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে, এটা নিয়েই ভাবি। নানা দিক থেকে নানা ধরনের কথা মিডিয়ায় ভেসে আসে। এসব বিষয়ের সঙ্গে শেহজাদ তো অভ্যস্ত না। এজন্য সে কীভাবে সুখী হবে, সেটাই আমার দেখার দায়িত্ব।’

প্রসঙ্গত, অপু বিশ্বাসের সঙ্গে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ ঘটে শাকিব খানের। এরপর ওই বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন এ চিত্রনায়ক। ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের বাবা-মা হন তারা। ছেলের নাম রাখেন শেহজাদ খান বীর।

Комментарии

Информация по комментариям в разработке