হাত খরচের টাকা না দেওয়ায় মাকে খু-ন করে ডিপ ফ্রিজে ভরে রাখলো সন্তান। বগুড়ায় ছেলের হাতে মা খু-ন। নিউজ

Описание к видео হাত খরচের টাকা না দেওয়ায় মাকে খু-ন করে ডিপ ফ্রিজে ভরে রাখলো সন্তান। বগুড়ায় ছেলের হাতে মা খু-ন। নিউজ

হাত খরচের টাকা না দেওয়ায় নিজের বৃদ্ধা মাকে শ্বাসরোধ করে হত্যা করলো ছেলে। তারপর মায়ের সেই মরদেহ ডিপ ফ্রিজে রেখে বিষয়টি ডাকাতি বলে চালিয়ে দিতে চেয়েছিলো ঘাতক সেই সন্তান। অবশেষে র্যােবের কাছে ধরা পড়ার পর বের হয়ে আসে নিজ হাতে মাকে খুন করার রোমহর্ষক সেই ঘটনা।
নির্দয় আর মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বগুড়ার দুপচাঁচিয়া জয়পুরপাড়া এলাকান 'আজিজিয়া মঞ্জিলে। র্যা ব জানায় হত্যাকারী ছেলের নাম সাদ বিন আজিজুর রহমান ।সে দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার ছাত্র। তার বাবা মাওলানা এসএম আজিজুর রহমান একই মাদরাসার উপাধ্যক্ষ, উপজেলা ঈমাম-মোয়াজ্জিম সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম। নিহত মায়ের নাম উম্মে সালমা খাতুন। র্যা ব কর্মকর্তা জানান প্রতিদিন হাত খরচ বাবদ মায়ের কাছ থেকে ৫০০/এক হাজার টাকা নিতো সাদ। ঘটনার দিন সকালেও মায়ের কাছ থেকে টাকা দাবি করলে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে নাস্তা না করেই মাদরাসায় চলে যায় সাদ। বেলা ১২টার দিকে ক্লাস বিরতির সময় বাড়ি ফিরে এসে সাদ তার মাকে রান্নাঘরে তরকারি কাটতে দেখে। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিছন দিক থেকে মায়ের নাক মুখ চেপে ধরে সাদ। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শ্বাসরোধ হয়ে মারা যান মা সালমা খাতুন। তারপর মায়ের ওড়না দিয়ে দুই হাত বেঁধে মৃত মাকে ডিপ ফ্রিজে রেখে দেয় সে। তারপর ঘটনাটিকে ডাকাতি বলে চালাতে ঘরে থাকা বটি দিয়ে ঘরের আলমিরা ক্ষত বিক্ষত করে। তারপর বাড়ি তালা দিয়ে বাইরে বের হয়ে সবাইকে ফোন করে মাকে পাওয়া যাচ্ছে না বলে জানায় । সাদের বাবা মাওলানা আজিজুর রহমান জানান দুপুরের দিকে ডিপ ফ্রিজ থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন সোমবার রাতে বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীড় অড়োবাড়ী এলাকা থেকে হত্যাকারী ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করে র্যা ব। পরে তাকে দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক ভাবে মাকে নৃশংসভাবে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত সন্তান সাদ। মঙ্গলবার দুপুরে র্যা ব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক
খান এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকান্ডের এসব তথ্য জানান। হত্যাকারী সাদের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো এবং সে জুয়ায় আসক্ত হয়ে থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে এলাকার ধর্মপ্রাণ এবং সম্মানিত একটি পরিবারে এ ধরনের একটি নৃশংস ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে গোটা এলাকায়।
#নিউজ #আজকের_খবর #সংবাদশিরোনাম #আজকেরসেরাখবর #লেটেস্টনিউজ #লেটেস্টনিউজটুডে #সর্বশেষসংবাদ #বাংলাদেশেরখবর #নিউজআপডেট

Комментарии

Информация по комментариям в разработке