Beautiful মধুপুর,
আনারসের রাজধানী মধুপুর,
Pineapple Square-এ বাজে প্রেমের সুর।
মিষ্টি আনারস, হেলথি আনারস,
খেলে মন হবে খুশি ভরপুর,
আনারসের রস, মধুর স্বাদে মেখে,
ভালোবাসা ছড়ায় মধুপুর।
Yo, listen up, hear the beat,
আনারস খেলে digestion neat!
পেটের কৃমি দূরে যায়,
এনার্জি দেয়, ক্লান্তি হারায়।
ভিটামিন সি, ত্বক হয় bright,
ইমিউন সিস্টেম ফিলস so right!
পাকা আনারস, pure delight,
Madhupur vibes, shining bright!
মিষ্টি আনারস, হেলথি আনারস,
সুখের স্বাদে ভরে প্রতিদিনের গান।
আনারসের রস, মধুর ছোঁয়ায়,
ভালোবাসা ছড়ায় মধুপুরের প্রাণ।
Yo, listen up, here we go,
মধুপুরে প্রেমের ফ্লো,
সবুজ বনের পথে রোদ,
Pineapple love, feel the mode!
রসালো ফল, fresh আর sweet,
মধুপুর vibe, nothing can beat,
গ্রামের হাওয়ায় নাচে সুর,
Love and joy, that's মধুপুর!
আনারসে আছে bromelain,
হজমে সাহায্য, no complain!
পটাশিয়াম রাখে হার্ট ঠিকঠাক,
খেলে শরীর পায় রিল্যাক্সড ট্র্যাক।
ডায়েট চার্টে রাখো every day,
Healthy vibes all the way, hey!
মধুপুর বনের মধুময়ী পথে,
কখনও যদি তুমি যাও,
তুমি আমায় সঙ্গী করে,
এক নিমেষে সব ভুলাও।
মিষ্টি আনারস, হেলথি আনারস,
খেলে মন হবে খুশি ভরপুর,
আনারসের রস, মধুর ছোঁয়ায়,
ভালোবাসা ছড়ায় মধুপুর।
সবুজ পাহাড়, বনপথের ছায়া,
গ্রামের গানে মিশে মিষ্টি হাওয়া।
দূরের পথও মনে হয় কাছে,
তুমি থাকলে স্বপ্ন এসে লাগে।
Pineapple vibes, feel the beat,
Sweet emotion, so complete,
হাওয়ার সাথে মেশে গান,
মধুপুর দেয় সুখের জান।
Ride with me, take my hand,
Madhupur is wonderland!
Love, nature, এবং light,
Madhupur, you’re shining bright!
মিষ্টি আনারস, হেলথি আনারস,
সুখের স্বাদে ভরে প্রতিদিনের গান।
আনারসের রস, মধুর ছোঁয়ায়,
ভালোবাসা ছড়ায় মধুপুর,
Madhupur, you are great!
Информация по комментариям в разработке