অপূর্ব মঠ, মন ভরে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য্য ও আশ্রমের শান্তির বাতাবরণ

Описание к видео অপূর্ব মঠ, মন ভরে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য্য ও আশ্রমের শান্তির বাতাবরণ

অপূর্ব মঠ, মন ভরে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য্য ও আশ্রমের শান্তির বাতাবরণ।
ঘুরে আসি,কাছে,দূরে,বানীসেন ..আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ,নমস্কার ।
নবদ্বীপ সম্বন্ধে কিছু কথা...আমার দর্শকবৃন্দ নিশ্চয়ই জানেন তবু লিখছি....নবদ্বীপ - নব অর্থাৎ নয় দ্বীপের সমাহার
অষ্টদল মাঝে কোরক...ঠিক পদ্মের ন্যায়...গঙ্গার পূর্ব পারে ও পশ্চিম পারে পাঁচটি..আটটি পাপড়ির ন্যায় আর কোরক হল মায়াপুর।এই মায়াপুর একদিনে ঘুরলে পঞ্চ তিনদিনে অষ্ট ও ন রাত্রির ষোল
দ্বীপগুলির নাম মাঝে অন্তর্দ্বীপ,মধ্যদ্বীপ,কোল দ্বীপ,ঋতুদ্বীপ, জণ্হুদ্বীপ,মোদদ্রুমদ্বীপ,রুদ্রদ্বীপ, সীমন্তদ্বীপ,গোদ্রুমদ্বীপ। নবদ্বীপ ধাম বলা হয়। শাস্ত্রে আছে মনেমনে এখানে বাস করলে ধামে বাস করার পুণ্য হয়।
শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম স্হান। ফাল্গুনী পূর্ণিমা,চন্দ্র গ্রহণের জন্য সবাই নামগান করছেন,সেই সময় আবির্ভূত হন মহাপ্রভু। এইখানেই পোড়ামাতলা, রাসোৎসব, দোল যাত্রা বিভিন্ন মঠ ও মন্দির ও মায়াপুরের ইসকন মন্দির উল্লেখযোগ্য। আর সোনার গৌরাঙ্গ। ওঙ্কারনাথদেবের দেবের এই আশ্রমটি শ্রীবাসঅঙ্গনঘাট রোডে অবস্থিত...শ্রীবাস এই ঘাটে স্নান করতেন। পাশের ঘাটটি নয়নতারাঘাট..যেটির ধারেই এই আশ্রম। রাসে বা দোলে ,জন্মাষ্টমীর সময়ে ঘর ফাঁকা থাকেনা। এখানে এসে থাকতে গেলে অনেক আগে বুক করতে হয়। AC ₹1500/- NonAC ₹800/- per day.. bhog price ₹ 100/- day ₹50/- per night... এখানে থাকলে ভোগের মূল্য আলাদা। আর এসে ঘুরে ভোগ গ্রহণ করতে চাইলে আগে জানাতে হয়। ফোন নং ভিডিও তে আছে। নাম সংকীর্তন এসে বসে করতে পারেন। ভিডিও টি দেখার জন্য অনেক ধন্যবাদ।
hastag...#nabadwipdham
#districtnadia
#srionkarnathmath
#sribasroad
#nayantaraghat

Комментарии

Информация по комментариям в разработке