অভিনেতা প্রমথেশ বড়ুয়ার জীবনকাহিনি | Biography of Actor Pramathesh Barua | বাংলা | Bengalimovie

Описание к видео অভিনেতা প্রমথেশ বড়ুয়ার জীবনকাহিনি | Biography of Actor Pramathesh Barua | বাংলা | Bengalimovie

৩রা অক্টোবর গৌরীপুরের জমিদার বংশে প্রমথেশের জন্ম হয়। ছেলেবেলায় শিকারের সখ ছিল - সেকালে রাজা-জমিদারদের যেমন থাকতো। তবে পড়াশুনোতেও ভালো ছিলেন। গৌরীপুরে স্কুলের পাঠ শেষ করে তিনি এসে হেয়ার স্কুলে ভর্তি হন। পরে প্রেসিডেন্সী কলেজে ফিজিক্স অনার্স নিয়ে বি.এসসি পাশ করেন।
বরাবরই প্রমথেশের নাটকের প্রতি ঝোঁক ছিল। গৌরীপুরে তিনি একটি নাটকের দল গড়েছিলেন - যেখানে পরিচালনা, আলোকসম্পাত, সঙ্গীত সব কিছুর দায়িত্বই তিনি নিতেন। কলকাতায় থাকাকালীন তিনি বিনোদনের নতুন মাধ্যম - চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হন। এই সময়ে মাত্র ১৮ বছর বয়সে মায়ের ইচ্ছায় তিনি বাগবাজারের বীরেন্দ্রনাথ মিত্রের জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতাকে বিয়ে করেন। পরে প্রমথেশ বড়ুয়া আরও দুবার বিয়ে করেন (তাঁর তৃতীয় স্ত্রী ছিলেন দেবদাসের নায়িকা যমুনা বড়ুয়া)।

বাবার মৃত্যুর পর প্রমথেশ জমিদারীর ভার ছোটভাইকে দিয়ে প্যারিসের ফক্স স্টুডিওতে ক্যামেরা ও আলোকসম্পাতের কলাকৌশল শিখতে যান। এ ব্যাপারে কবিগুরু রবীন্দ্রনাথের সুপারিশ তাঁকে সাহায্য করে। নতুন লাইটিং টেকনিক শিখে প্রমথেশ দেশে ফিরে সেটি কাজে লাগালেন। তার নিজের প্রতিষ্ঠিত বড়ুয়া ফিল্ম ইউনিট-এ ১৯৩০ সালে তৈরী হল নির্বাক চিত্র 'অপরাধী'। আগে শুধু সূর্যের আলো ও রিফ্লেকটারের উপর নির্ভর করে ছবি তোলা হত। প্রমথেশ সেটে কৃত্রিম উপায়ে ৪০ হাজার ওয়াটের লাইট ব্যবহার করে ছবি তুলে ভারতীয় সিনেমাকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেলেন। ছবিটির পরিচালক ছিলেন দেবকি বসু, নায়ক প্রমথেশ বড়ুয়া স্বয়ং। এটিই প্রমথেশের প্রথম একক ফিল্ম প্রযোজনা। এর আগে যে আটটি ছবির প্রযোজনা তিনি করেছিলেন, সেগুলি করেছিলেন ধীরেন গাঙ্গুলির (ডিজি) সংস্থা দ্য ব্রিটিশ ডমিনিয়ান ফিল্ম লিমিটেড-এর মাধ্যমে। অভিনেতা হিসেবেও চলচ্চিত্র জগতে ওঁর প্রবেশ ঐ কোম্পানীরই পঞ্চশর ছবিতে - ১৯২৯ সালে ।
#Pramatheshbarua
#Induancinema
#kanandebi
#bengalimovie
#Uttamkumar
#suchitrasen
#sandhyaroy
#anilchatterjee
#anupkumar
#hemantamukherjee
#sandhyamukherjee #viralvideo

Комментарии

Информация по комментариям в разработке