যৌবনের ডাকে জনতার ব্রিগেড | ইনসাফ যাত্রা | Insaaf Brigade Yatra | DYFI |CPIM | Coachbihar to Kolkata

Описание к видео যৌবনের ডাকে জনতার ব্রিগেড | ইনসাফ যাত্রা | Insaaf Brigade Yatra | DYFI |CPIM | Coachbihar to Kolkata

যৌবনের ডাকে জনতার ব্রিগেড | ইনসাফ যাত্রা | Insaaf Brigade Yatra | DYFI |CPIM | Coachbihar to Kolkata

যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। নিজেদের অধিকার বুঝে নিতে এভাবেই রাজ্যজুড়ে পথে নেমেছে বামেদের যুব সংগঠন DYFI.
শিক্ষা শেষে কর্মসংস্থান, ১০০দিনের জায়গায় ২০০দিনের কাজ, সর্বত্র স্বচ্ছ নিয়োগ, সরকরি কর্মীদের ডিএ, আদিবাসীদের ন্যায্য অধিকার সহ কয়েকদফা দাবিতে রাজ্যব্যাপি ইনসাফ যাত্রা শুরু করেছে বামেদের এই যুব সংগঠনটি।

৪৪ দিনের এই দীর্ঘ পথ চলতে পায়ে ফোসকা পড়ে গেছে অনেক নেতাকর্মীদের। শুক্রবার ৪৩তম দিনে বর্ধমান থেকে ইনসাফ যাত্রা ঢোকে নদিয়ার নবদ্বীপে। রাজ্যজুড়ে চলমান অরাজকতার জবাব দিতে ইনসাফ যাত্রায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে বলে জানিয়েছে সংগঠনটি।

৩ নভেম্বর কোচবিহার থেকে যাত্রা শুরু করে তারা। ৪৪ দিনের এই দীর্ঘ পথ চলতে পায়ে ফোসকা পড়ে গেছে অনেক নেতাকর্মীদের। শুক্রবার ৪৩তম দিনে বর্ধমান থেকে ইনসাফ যাত্রা ঢোকে নদিয়ার নবদ্বীপে। সেখানে পথসভা করে আজ শনিবার স্বরূপগঞ্জ ঘাট হয়ে মিছিল যায় কৃষ্ণনগর সদর মোড়ে। সেখানে পথসভা করে ইনসাফ যাত্রা বেরিয়ে যায় বাদকুল্লায়। সেখানের কর্মসূচি সেরে মিছিল রওনা দেয় রানাঘাটের উদ্দেশ্যে।

রাজ্যজুড়ে চলমান অরাজকতার জবাব দিতে ইনসাফ যাত্রায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে বলে জানিয়েছে সংগঠনটি। জানা গেছে, আগামী ৭ই জানুয়ারি ব্রিগ্রেডে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে এই ইনসাফ যাত্রা।

#InsaafJatra #InsaafYatra #CPIM #dyfi #7januaryBrigade #Vabna

Комментарии

Информация по комментариям в разработке