ফের মহাকাশে অসাধারণ মহাজাগতিক ঘটনা!
একসঙ্গে একসাথে দেখা যাবে পাঁচটি গ্রহকে।
মহাকাশ যেন এক আশ্চর্য রঙ্গমঞ্চ। প্রতিনিয়ত সেখানে কিছু বিস্ময়কর ঘটনা ঘটেই চলেছে।নিওওয়াইজের রূপের ছটার মাঝেই মহাকাশে ফের আরও এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে ৷ চাঁদের পাশে এক সারিতে আসতে চলেছে মহাকাশের পাঁচ গ্রহ ৷
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এমন বিরল দৃশ্য দেখার জন্য কোনও দামি লেন্স বা টেলিস্কোপের দরকার নেই ৷ খালি চোখেই স্পষ্ট দেখা যাবে চাঁদের পাশে সৌরজগতের পাঁচ গ্রহের সমারোহ ৷
এর জন্য শুধু মাত্র একটাই কাজ করতে হবে ৷ সঠিক সময়ে অ্যালার্ম দিয়ে উঠতে হবে ঘুম থেকে ৷ কারণ, সূর্যোদয়ের একঘণ্টা আগে এই মহাজাগতিক ঘটনাটি ঘটবে ৷ চাঁদের পাশে এক সারিতে পাশাপাশি দেখা যাবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি- এই পাঁচ গ্রহকে ৷
সূর্যোদয়ের ঠিক একঘণ্টা আগে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখাবে শুক্র, বুধ, শনি এবং বৃহস্পতিকে ৷ চাঁদের ঠিক ডানপাশেই দেখা মিলবে বুধের ৷ সেই অনুযায়ী কাল্পনিক রেখায় মিলিয়ে নিতে পারবেন বাকি চার গ্রহকেও ৷ শুক্রকে দেখা যাবে পূর্ব থেকে উত্তরপূর্বে, মঙ্গল থাকবে দক্ষিণ পূর্বে, জুপিটার ও শনিকে দেখতে পাওয়া যাবে দক্ষিণ পশ্চিমে ৷
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত খালি চোখে একসঙ্গে দেখা যাবে ৷ এই বিরল দৃশ্য দেখার সুযোগ হাতছাড়া হলে ফের এই সুযোগ আসতে দুবছরের অপেক্ষা ৷ ২০২২ সালে জুনের শেষদিকে ফের এমন ঘটনা ঘটবে ৷
বিরল মহাজাগতিক ঘটনা, চাঁদের দিকে,Astrology, vastu, 2020 মহাবিশ্বে কি কি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে তা জেনে নিন, মহাজাগতিক ঘটনা, বিশ্বে সবচেয়ে বড় ঘটনা,Solareclipse, Unknown Facts Bengali, বিরল ঘটনা, চন্দ্রগ্রহণ, सूर्य रोहन, चंद्र ग्रहण, चंद्रिमा, सूर्या, UFB, সূর্য, চাঁদ, breaking news, India, Bangladesh, Bangladesh news, ভারত, বাংলাদেশ, বাংলাদেশ খবর, বাংলাদেশ সূর্য গ্রহণ।
Информация по комментариям в разработке