#জন্মাষ্টমী কি? #Janmasthami , #Janmasthami2019
জন্মষ্টমী উপবাস কত তারিখ এবং কেন?
কিভাবে জন্মাষ্টমী উপবাস পালন করব?
২০১৯ সালের জন্মাষ্টমী ভগবান শ্রী কৃষ্ণের কত তম জন্মাষ্টমী?
আগামী আগস্টের ২৩ তারিখ জন্মাষ্টমীর উপবাস নয়, আগামী আগস্টের ২৪ তারিখ শনিবার জন্মাষ্টমীর উপবাস...
পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ জন্ম তিথিকে জন্মাষ্টমী বলা হয়। জন্মাষ্টমী উপবাস ২৪ আগস্ট তারিখ শনিবার।
যদিও সরকারী ভাবে এবং অনেক সনাতন ধর্মালম্বীই ২৩ আগস্ট জন্মাষ্টমী পালন করবে কিন্তু জন্মাষ্টমী বাস্তবে ২৩ আগস্ট তারিখ নয় বরং ২৪ আগস্ট । এই বিষয়ে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে বিচার করলেই সমাধানে আসা যাবে।
শ্রীজন্মাষ্টমী ব্রতদিন নির্ণয় করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে,
কৃষ্ণোপাস্যাষ্টমী ভাদ্রে রোহিণ্যাঢ্যা মহাফলা।
নিশীথেহত্রাপি কিঞ্চেন্দৌজ্ঞে বাপি নবমীযুতা॥
অর্থাৎ,
ভাদ্রমাসে কৃষ্ণাষ্টমী উপবাস যোগ্য। রোহিণী নক্ষত্রযুক্তা হলে আরও অধিক ফলপ্রদা। আর নবমী তিথি সংযুক্তা হলে আরও অধিক ফলপ্রদা হয়।
অর্থাৎ নবমী তিথি যুক্ত জন্মাষ্টমী অধিক শ্রেষ্ঠ।
অন্যদিকে পূর্বতিথি সপ্তমী য।বিদ্ধা জন্মাষ্টমী সর্বদা ত্যজ্য।
পদ্মপুরাণে বলা হয়েছে,
পঞ্চগব্যং যথা শুদ্ধং ন গ্রাহ্যং মদ্যসঙযুক্তম্।
রবিবিদ্ধা তথা ত্যজ্যা রোহিণী সহিতা যদি॥
অনুবাদঃ
যদিও পঞ্চগব্য পবিত্র, কিন্তু এতে মদ মিশলে আর তা গ্রহণযোগ্য থাকেনা, তেমনিভাবে রোহিণী নক্ষত্র সংযুক্তা হলেও সপ্তমীবিদ্ধা অষ্টমী গ্রহণযোগ্য নয়।
তাহলে দেখা যাচ্ছে যে, সপ্তমী তিথি থাকার দরুন ঐ দিন অষ্টমী হলেও তা জন্মাষ্টমী নয়।
একই কারণে এই বছর ২৩ আগস্ট অষ্টমী তিথির সঙ্গে সপ্তমী তিথি সংযুক্ত থাকায় তা প্রকৃত অর্থে জন্মাষ্টমী নয়। এজন্য ২৪ আগস্ট জন্মাষ্টমী পালন করা কর্তব্য।
এ বিষয়ে শাস্ত্রের অনুমোদন রয়েছে যা প্রথম শ্লোকটিতে আলোচিত হয়েছে।
★★জন্মাষ্টমী পালন করবেন যেভাবে...
১) আগের দিন শুক্র বার রাত ১২ টার আগে অন্ন প্রসাদ পাবেন। ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে।
২) পরের দিন শনিবার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবন, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন,অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে।
৩) আর যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর ১২ টার পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন।
৪) পরের দিন সকালে স্নান করা শেষে ৭-৮ মধ্যে কৃষ্ণ প্রসাদ দিয়ে পারন করবেন।
২০১৯ সালের জন্মষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম জন্মাষ্টমী। কারণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলাবিলাস করেন। ১২৫ বছর ধরাধামে অবস্থান করে গোলকে গমন করেন।
মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন।
সেই দিনই কলি প্রবেশ করেছে, সেই দিন ছিল শুক্রবার। খ্রীষ্টপূর্ব ৩১০১ এ কলিযুগ আরম্ভ হয়। বর্তমান ২০১৯ খ্রীষ্টাব্দ, তাহলে কলির বয়স ৩১০১+২০১৯=৫১২০ বছর।
শ্রীকৃষ্ণের অর্ন্তধানের দিন কলির আবির্ভাব। শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলা করেছেন। তাহলে শ্রীকৃষ্ণের আর্বিভাব ৫১২০+১২৫=৫২৪৫ বছর পূর্বে হয়েছিল।
অর্থাৎ, ২০১৯ ইংরেজি সালের মাঘী পূর্ণিমা থেকে ৫২৪৫ বছর পূর্বে শ্রীকৃষ্ণের জন্ম হয়।
★★শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মষ্টমী
উপবাস নিষ্ঠা সহকারে পালন করে তা হলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি, ভোগ করতে হয় না, ও পূর্নজন্ম গ্রহন করতে হয় না।
★জয় শ্রীকৃষ্ণ★
ভিডিও টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না |
Channel Link - https://www.youtube.com/channel/UCi6P...
Website : http://www.bengalikirtan.com/
Watch Other Videos :
হোলি এবং দোল পূর্ণিমা পৌরানিক কথা - https://www.youtube.com/watch?v=VbatB...
বিভিন্ন পুরানে কল্কি সম্মন্ধে কি বলা হয়েছে - https://www.youtube.com/watch?v=Ohwn9...
কল্কি অবতারের রহস্য বৃত্তান্ত - https://www.youtube.com/watch?v=MWUbL...
মহাভারতের স্থানসমূহ এখন কোথায়? -https://www.youtube.com/watch?v=eD36f...
ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ -https://www.youtube.com/watch?v=bt3qB...
একাদশী ব্রত কি? একাদশীর মাহাত্ম্য ও উৎপত্তি।- https://www.youtube.com/watch?v=u6JD6...
Bangla Kirtan Song | Radha Gobindo Samproday Satkhira- https://www.youtube.com/watch?v=VccMZ...
রাধে গোবিন্দ কীর্তন - https://www.youtube.com/watch?v=pG4ki...
চৈত্র সংক্রান্তি উৎসবে মহিলাদের নাচ ও গান - https://www.youtube.com/watch?v=IzC02...
Gaur Nitai Kirtan -https://www.youtube.com/watch?v=rnPG1...
শ্যামাপুজা সম্প্রদায়ের কীর্তন - https://www.youtube.com/watch?v=wovRW...
joy jagannath kirtan at swamibag -https://www.youtube.com/watch?v=Zze0x...
Hare krishna kirtan - https://www.youtube.com/watch?v=__eaF...
Website : http://www.bengalikirtan.com/
Like,comment,share and subscribe our Bengali Kirtan Channel
Like our Facebook page- / banglakirtan
Информация по комментариям в разработке