কোচিংয়ের পরীক্ষায় কেমন মার্ক পেলে বুঝবো চান্স হবে । Admission Test 2024 | SUJON [DMC] | BioBlast

Описание к видео কোচিংয়ের পরীক্ষায় কেমন মার্ক পেলে বুঝবো চান্স হবে । Admission Test 2024 | SUJON [DMC] | BioBlast

Title: কোচিংয়ের পরীক্ষায় কেমন মার্ক পেলে বুঝবো চান্স হবে । Admission Test 2024 | SUJON [DMC] | BioBlast

#admissiontest2024 #studytips #guidelines #bioblast
'CONCEPT BATCH for Botany'

‘Concept Botany’ বোটানির একটি সম্পূর্ণ নতুন একাডেমিক ব্যাচ। এইচএসসি ২৬ এর জন্য এই ব্যাচটি সাজানো হয়েছে। বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইনের শব্দ বিশ্লেষণের মাধ্যমে পড়ানো হবে। যার ফলে, প্রতিটি টপিকই খুব সহজভাবে মনে রাখা যাবে।
আমি আমার সর্বোচ্চ চেষ্ট্রা করব ইনশাআল্লাহ। পড়া শুরুর পর বায়োলজিতে নিজেকে আর দুর্বল মনে করবে না কেউ ইনশা আল্লাহ।

প্রতিটি অধ্যায় পড়ানো হবে যেভাবে:

১. প্রয়োজনীয় সংখ্যক ক্লাসের মাধ্যমে প্রতিটি অধ্যায় সম্পূর্ণভাবে শেষ করব।
২. প্রতিটি অধ্যায় শেষে, ১ টি করে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড রিভিশন ক্লাস নেওয়া হবে।
৩. এবং একটি করে HSC CQ প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস নেওয়া হবে।
৪. প্রতি তিনটি অধ্যায় শেষে ১ টি GRAND REVISION ক্লাস নেওয়া হবে।

পরীক্ষা নেওয়া হবে যেভাবে:

১. প্রতিটি অধ্যায় শেষে, রিভিশন ক্লাস পরবর্তী ১টি এইচএসসি স্ট্যান্ডার্ড + ১টি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হবে।
২. প্রতিটি GRAND REVISION ক্লাসের পর ১ টি GRAND EXAM অনুষ্ঠিত হবে। ( এই পরীক্ষায় সেরা তিনজনের জন্য স্পেশাল গিফট থাকবে ইনশা আল্লাহ। )
৩. বই শেষ হলে, পরীক্ষা প্রস্তুতির জন্য ধারাবাহিক পরীক্ষা নেওয়া হবে ইনশা আল্লাহ।

এছাড়াও থাকবে:

🔰 প্রতিটি ক্লাস শেষে দেওয়া হবে, ক্লাস নোট।
🔰মেডিকেল এডমিশনের জন্য দাগানো বইয়ের পিডিএফ ।
🔰প্রতিটি অধ্যায় শেষে, একই অধ্যায়ের উপর অন্য লেখকদের লেখা বইয়ের এ এক্সট্রা ইনফো।

🖥️ ক্লাস হবে ফেসবুক লাইভে (প্রাইভেট গ্রুপে ) রেকর্ডেড ক্লাস থেকে যাবে।
🗓️ প্রতি সপ্তাহে ক্লাস হবে দুইদিন ( শনিবার ও মঙ্গলবার )।
⏰ সময় রাত ৮:০০-৯:৩০ পর্যন্ত
💰ফি: এককালীন দিয়ে ভর্তি হলে ২০৪০/- অথবা মাসিক ৫১০/- করে।

যোগাযোগ: ০১৮৪৬-৭৩৭৫৭১ নম্বরের হোয়াটস অ্যাপ অথবা টেলিগ্রামে ম্যাসেজের মাধ্যমে। ০১৮৪৬-৭৩৭৫৭১ নম্বরে বিকাশ বা নগদে সেন্ডমানি করতে হবে। আর টাকা পাঠানোর পূর্বে - অবশ্যই যোগাযোগ করার অনুরোধ।

#BioBlast #SujonDMC #Biology_1st_Paper #Biology_2nd_Paper #Medical_Admission_Test

Комментарии

Информация по комментариям в разработке