ইতিহাস ঐতিহ্যের ঢাকার শাঁখারি বাজার || SHAKHARI BAZAR DHAKA || MUNNI'S VLOG

Описание к видео ইতিহাস ঐতিহ্যের ঢাকার শাঁখারি বাজার || SHAKHARI BAZAR DHAKA || MUNNI'S VLOG

ঢাকার শাঁখারী বাজারের রয়েছে প্রায় ৪০০ বছরের পুরনো ইতিহাস। বুড়িগঙ্গার কাছে ইসলামপুর রোড ও নয়াপুর রোডের সংযোগস্থলে এই শাঁখারী বাজার। এখানে বসবাসকারী শাঁখারীদের নাম অনুসারে এর নাম রাখা হয়েছে শাঁখারী বাজার। জেমস ওয়াইজের ১৮৮৩ খ্রিস্টাব্দের বর্ণনা অনুসারে ঢাকায় ঐ সময় ৮৩৫ জন শাঁখারী বসবাস করতেন। ধারণা করা হয় যে, বল্লাল সেনের শাসনামলে শাঁখারীরা পূর্ববঙ্গে আগমন করে। তখন তারা বিক্রমপুর এ একটি বাজার শাঁখারী বাজার এ অবস্থান করতেন। সতের শতকে মোগল শাসনামলে খাঁজনা বিহীন লাখেরাজ জমি প্রদান করে শাঁখারীদেরকে ঢাকা শহরে নিয়ে আসা হয়। শাঁখারীরা ঢাকায় এসে যে অঞ্চলে বসবাস শুরু করেছিল তা আমাদের কাছে বর্তমানে পরিচিত শাঁখারী বাজার নামে।
#shakharibazar #dhaka #olddhaka

Комментарии

Информация по комментариям в разработке