উপমান ও উপমিত কর্মধার‍য় সমাস

Описание к видео উপমান ও উপমিত কর্মধার‍য় সমাস

উপমান ও উপমিত কর্মধারয়

উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। পরোক্ষ বস্তুটিকে বলা হয় উপমান।
উপমান এবং উপমিত হল কর্মধারয় সমাসের অন্তর্গত সমাস। কর্মধারয় সমাসটির সমস্ত পদ সবসময় বিশেষণ হয়। এ কারণে কর্মধারয় সমাসকে বলা হয় বিশেষণ জাতীয় শব্দ তৈরির বিশেষ প্রক্রিয়া।

এখানে উপমান হল বিশেষ্যের সঙ্গে বিশেষণের বা নামের সাথে গুণের তুলনা করা হয়।
অপরদিকে উপমিত হল বিশেষ্যের সাথে বিশেষ্যের বা নামের সাথে নামের তুলনা।

নিচে উপমান এবং উপমিতের পার্থক্য দেখিয়ে নতুন শব্দ গঠন দেখানো হলঃ-

#উপমান
১। এখানে বিশেষ্যের সাথে বিশেষণের তুলনা করা হয়।
২। উপমানের পূর্বপদ সর্বদা বিশেষ্যে হয়, পরপদ সবসময় বিশেষণ হয়।

উদাহরণ/নতুন শব্দ :
ইস্পাতের ন্যায় কঠিন = ইস্পাতকঠিন
স্বর্ণের ন্যায় উজ্জ্বল = স্বর্ণোজ্জ্বল।
কাজলের ন্যায় কালো = কাজলকালো

#উপমিত
১। এখানে বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা করা হয়
২। এখানে পূর্বপদ ও পরপদ উভয়পদই সবসময় বিশেষ্য হয়।
উদাহরণ/নতুন শব্দ :
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
বাবু ফুলের ন্যায় = ফুলবাবু
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র


#সহজে মনে রাখুন - : যদিও উপমান, উপমিত ও রূপক তিনটি সমাসেই আমরা তুলনা বুঝাই তবুও মনে রাখতে হবে যদি #সত্য হয় তাহলে #উপমান। যেমন: রক্তের ন্যায় লাল = রক্তলাল। রক্তের রঙ কিন্তু সবসময় লাল ই থাকে তাই এটির সত্যতা আছে।

আর যদি #মিথ্যা হয় তাহলে #উপমিত। যেমন: বাহুলতার ন্যায় = বাহুলতা। বাহু মানে তো বুঝেন। আচ্ছা ভাবুন তো - লতা কোনোদিন বাহুর মত হয়? হয় না, তাই এটি মিথ্যা।

দেলোয়ার হোসেন
লেকচারার, বাংলা (UCC)

Комментарии

Информация по комментариям в разработке