Chennai Hospital || ভারতের চেন্নাইয়ে গিয়ে কিভাবে চিকিৎসা করাবেন,কোথায় থাকবেন কি খাবেন ?

Описание к видео Chennai Hospital || ভারতের চেন্নাইয়ে গিয়ে কিভাবে চিকিৎসা করাবেন,কোথায় থাকবেন কি খাবেন ?

#Chennai_Treatment

এটাই সেই এপোলো হসপিটাল, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষেরা চিকিৎসা নিতে আসেন।
তবে বাংলাদেশ থেকে আসা বিভিন্ন চিকিৎসাধীন মানুষের সাথে কথা বলে জানতে পারি, এখানকার ডাক্তাররা খুবই আন্তরিক.......
অনেকে তামিল ভাষা ইংরেজি ভাষা নাহ জানায় ডাক্তারদের সাথে ইশারাই কথা বলে, সেটাও নাকি চিকিৎসকরা ভালভাবে বুঝতে পারেন।

এরপর আমি হসপিটালের ভিতরে প্রবেশ করি আসলে একদম নতুন অভিজ্ঞতা কিভাবে ডাক্তার দেখাবো কোন ডাক্তার দেখাবো কিহ বাহ করতে হবে কিছুই জানি নাহ তারপরেও শাহস নিয়ে এগিয়ে যাওয়া। এরপর দেখি মেইন ব্লক নামে একটি প্রবেশ পথ সবাই এদিক দিয়ে প্রবেশ করছে ভিতরে তাই আমিও সবার পিছনে পিছনে যাচ্ছি।

হসপিটালে প্রবেশ করতেই দেখা হয় বাংলাদেশি এক ভাইয়ের সাথে তিনি আজকেই প্রথম এসেছেন চিকিৎসার জন্য চেন্নাইয়ের এপোলোতে তাও আবার পায়ের সমস্যাজনীত কারনে।
এরপর সামনে দেখি রিসিপশন ডেক্স তার সাথেই রয়েছে কম্পিউটার ডেক্স সেখানে ডাক্তারের এপোয়োন্টমেন্ট নেওয়ার আগে রেজিষ্ট্রেশন করা বাধ্যতা মুলক।
প্রথমেই আমাদের রেজিষ্ট্রেশন করতে হবে তবে কম্পিউটার স্ক্রিনে শুধু মাত্র ভারতীরা রেজিষ্ট্রেশন করতে পারবে যদিও আমরা চেষ্টা করেছিলাম এরপর সেখানকার একজন কর্মরত মাধ্যমে জানতে পারি বাংলাদেশিদের ফোর্মে রেজিষ্ট্রেশনে করতে হবে।
এবং রিসিপশনে আমরা বাংলাদেশি বললে তারা পাঠায় সিন্দুরি ব্লক বিলডিংএ এবং বলেন বিদেশিদের জন্য সিন্দুরি ব্লকে যেতে হবে।
আর ভারতীয়দের জন্য মেইন ব্লকে।

তাই আমরা মেইন ব্লক থেকে সিন্দুরি ব্লকে যায়।
সিন্দুরি ব্লকে প্রবেশ করতেই দেখি সবাই বাংলাদেশি তাই শাহসটাও বেরে গেল। হসপিটালের বিভিন্ন পয়েন্টে কম্পিউটার স্ক্রিনে ডাক্তার দের নামের লিষ্ট প্রদর্শন করা হচ্ছে।
কোন ডাক্তার কোন বিশেষজ্ঞ সবকিছুই কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।
ইচ্ছে করলে রোগ অনুযায়ী নিজেই ডাক্তার সিলেক্টে করে চিকিৎসা নিতে পারবেন।
হসপিটালে প্রবেশের পর কোথায় যাবেন কোন ডাক্তার দেখাবেন সবকিছুর জন্য আলাদা ভাবে লোক নিযুক্ত আছে আপনি চাইলে তাদের সাহায্য নিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন।
এরপর আমরা রেজিষ্ট্রেশন ফোর্ম পূরন করি ফোর্মে নিজের নাম, পাসপোর্ট, ভিসা এগুলো এছারা কোন ডাক্তারকে দেখাবো সেটা নিজেরাই লিখে জমা দিলাম, তবে আপনি কোনো ডাক্তার সিলেক্ট করতে নাহ পারলে রিসিপশন থেকেই তারা ডাক্তার সিলেক্টে করে দিবে।
যেহতে বাংলাদেশ থেকে আসা ভাইয়ার পায়ের সমস্যা তাই আমরা ডক্টর ক্রিশনা মুর্তি স্যারকে দেখাবো যিনি যৌথ সার্জারি এবং অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হিসাবে পরিচিত এচারা ফ্র্যাকচার, জয়েন্ট, কাঁধ, হাঁটু, নিতম্ব প্রতিস্থাপন ইত্যাদির জন্য বেশ পরিচিত।
এরপর আমাদের নিয়ে যাওয়া হয় এক্সরে রুমে সেখানেই এক্সরে মেশিনে পরিক্ষা করা হয়।

এরপর আমরা রিসিপশনে অপেক্ষা করি আমাদের সিরিয়ালের জন্য ঠিক পাচমিনিট পরেই ডাক আসে এরপর চলে যায় ডাক্তার ক্রিশনামূর্তীর চেম্বারে।
অনেক নাম শুনেছিলাম এই অর্থপেডিক্স ডাক্তারের আজকে সামনা সামনি দেখছি।
অনেকে রুগী ভয় পাই কিহ ভাষায় কথা বলবে ডাক্তারের সাথে কিভাব ই বাহ বোঝাবে রোগের কথা নাহ জানি ইংরেজি অথবা তামিল ভাষা এগুলোর কিছুই প্রয়োজন নেই আপনি ইশারই বললেই সবকিছু বুঝবে তারা এবং আপনাকে প্রযাপ্ত সময় দিবে।
তবে ডাক্তারের ব্যাবহারে আমরা অবাক হয়ে যায় কত নিখুঁত আন্তরিক তাদের ব্যবহার কত মিশুক অপলক চোখে আমি দেখছিলাম।

তবে এপোলো হসপিটাল থেকেও কম খরচে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হসপিটালে চিকিৎসা নেন অনেকে আবার ভারতের সবচেয়ে কম খরচে বেঙ্গালুরুর সাইবাবা হসপিটালেও প্রচুর মানুষেরা চিকিৎসা নিয়ে থাকে।
কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লেগেছিল রুগীদের চেক-আপ করে সাতে সাথে ছেরে দেই যেখানে অপ্রয়োজনে হসপিটালে থাকতেই দেই নাহ ডাক্তাররা।
আমার সাথে থাকা ভাইটিকে একদিনে চেকআপ করে বাংলাদেশে রিটার্ন যেতে বলে এটা শোনার পর সত্যি অবাক হয়।
---------------------------------------------------------------------------------------------------------------------
My Instagram Id :   / mdfizz02  
My Page - https://www.facebook.com/profile.php?...

For Business Gmail - [email protected]

Bangladesh To India 560 Taka -   • Видео  
Kolkata To Kashmir Rs 750 -   • Kashmir Tour Vlog || কলকাতা থেকে ৭৫০ ...  
Kolkata To Delhi Rs 650 -   • Видео  
India To Bangladesh Rs30 -   • Видео  

Thanks For Watching..
MD FIZZ

Комментарии

Информация по комментариям в разработке