কম দামে মাগুর মাছ চাষ করে বার বার লস হওয়ার কারণ
Mobile Nambar - 01728202429
fishmelabd News Official Channel / @fishmelabdnews
Facebook Page Following https://www.facebook.com/catfishmarketbd?m...
fishmelabd
https://instagram.com/fishmelabd?igshid=NG...
fishmelabd OfficiaL YouTube Channel / @fishmelabd
Catfishmarketbd Official YouTube Channel
https://youtube.com/@catfishmarketbd?...
আমাদের ঠিকানা
ধলা ত্রিশাল ময়মনসিংহ।
মাছ চাষ সম্পর্কিত সকল ধরনের তথ্য ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
সব ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি।
আপনারা এসেও আমাদের কাছ থেকে সরাসরি পোনা ক্রয় করতে পারবেন।
,,মাগুর মাছ চাষের করনীয়,,,,
মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত:-
বানিজ্যিক ভাবে মাছ চাষের জন্য পুকুর কে প্রস্তু করে নেওয়াই ভাল। কারন একটি পুকুর মাছ চাষের উপযুক্ত না হলে এবং পুকুর প্রস্তুত না করে চাষ শুরু করে দিলে বিনিয়োগ ব্যাপক ঝুঁকির মধ্য পড়বে। ঝুঁকি এড়াতে এবং লভ্যাংশ নিশ্চিত করতেই আমাদের পুকুর প্রস্তু করে নিতে হবে।
মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি
1. পুকুরের পাড় ও তলা মেরামত করা।
2. পাড়ের ঝোপ জংগল পরিষ্কার করা।
3. জলজ আগাছা পরিষ্কার করা।
4. রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ দূর করা
1. পুকুর শুকানো
2. বার বার জাল টানা।
3. ঔষধ প্রয়োগ
1. রোটেনন। পরিমানঃ ২৫ – ৩০ গ্রাম/শতাংশ/ফুট। এর বিষক্রিয়ার মেদ ৭-১০দিন। প্রয়োগের সময় রোদ্রজ্জল দিনে।
2. ফসটক্সিন / কুইফস / সেলফস ৩গ্রাম/শতাংশ/ফুট। মেয়াদ এবং সময় পুর্বের ন্যায়।
5. চুনপ্রয়োগ ঃ- কারন / কাজ / উপকারিতা – সাধারনত ১কেজি চুন /শতাংশ প্রয়োগ করতে যদি PH এর মান ৭ এর আশেপাশে থাকে। বছরে সাধারনত ২বার চুন প্রয়োগ করতে হয়। একবার পুকুর প্রস্তুতির সময়, ২য় বার শিতের শুরুতে কার্তিক – অগ্রায়হন মাসে।
1. চুন প্রয়োগের উপকারিতা
1. পানি পরিষ্কার করা / ঘোলাটে ভাব দূর করা।
2. PH নিয়ন্ত্রন করে।
3. রোগ জিবানু ধংশ করে।
4. মাছের রোগ প্রতিরধ ক্ষমতা বাড়ায়।
5. বিষাক্ত গ্যাস দূর করে।
6. শ্যাওলা নিয়ন্ত্রন করে।
2. চুন প্রয়োগের সাবধানতা
1. চুন কখনো প্লাস্টিকের কিছুতে গোলানো যাবে না।
2. পুকুরে মাছ থাকা অবস্থায় চুন গোলানর ২ দিন পর পুকুরে দিতে হয়।
3. গোলানর সময় এবং দেয়ার সময় খেয়াল রাখতে হবে হবে যেন নাকে মুখে ঢুকে না যায়।
4. পানি নাড়া চাড়া করে দিতে হবে।
6. সার প্রয়োগ ঃ- সার প্রয়োগ: প্রাকৃতিক খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক।
1. জৈব সার/প্রাকৃতিক – যা কিনা প্রাণী কণা তৈরি করে। যেমন; গোবর, হাস মুরগীর বিষ্ঠা, কম্পোস্ট।
2. অজৈব বা রাসায়নিক বা কৃত্রিম সার – যা উদ্ভিদ কণা তৈরি করে। যেমন, ইউরিয়া, টি.এস.পি.
নতুন পুকুরের ক্ষেত্রে সার প্রয়োগ মাত্রা ঃ
নিচের যেকোন একটিঃ
1. গোবর———– ৫-৭ কেজি / শতাংশ অথবা
2. হাস মুরগীর বিষ্ঠা ——— ৫-৬ কেজি / শতাংশ অথবা
3. কম্পোস্ট—– ১০-১২ কেজি / শতাংশ
এবং
1. ইউরিয়া———- ১০০-১৫০ গ্রাম / শতাংশ
2. টি.এস.পি.———- ৫০-৭৫ গ্রাম / শতাংশ
পুকুর প্রস্তুতির আনুমানিক মোট সময় ঃ
• পাড় ও তলা + ঝোপ জঙ্গল পরিষ্কার = ২ দিন
• রাক্ষুসে মাছ পরিষ্কার = ৩ (৭-১০ দিন পর্যন্ত
new desi magur macher pona 2023,মাগুর মাছ চাষ পদ্ধতি,দেশি মাগুর মাছের পোনা,magur fish farming,মাগুর মাছ চাষের করনীয়, দেশি মাগুর মাছ, নতুন দেশি মাগুর মাছের পোনা, মাগুর মাছ চাষের আধুনিক পদ্ধতি, দেশি মাগুর মাছ চাষের পদ্ধতি, দেশি মাগুর মাছ চাষের নিয়ম, দেশি মাগুর মাছের পোনা, হাইব্রিড মাগুর মাছের পোনা, 2023 সালের নতুন দেশি মাগুর মাছের পোনা, মাগুর মাছের পুকুর প্রস্তুতি, পুকুরে মাগুর মাছ চাষ, দেশি মাগুর মাছ চেনার উপায়, হাইব্রিড মাগুর মাছের পোনা, মাগুর মাছের রেনু চাষ, মাগুর মাছের পুকুর তৈরি, মাগুর মাছ চাষের সঠিক পদ্ধতি,
#new_desi_magur_macher_pona_2023
নতুন দেশি মাগুর মাছের পোনা। কম দামে কিনুন দেশি মাগুর মাছের পোনা। মাগুর মাছ চাষ পদ্ধতি।new desi magur।
Информация по комментариям в разработке