Andhar Andhar (এই ঘর জগৎবাড়ি) By Nogor baul james

Описание к видео Andhar Andhar (এই ঘর জগৎবাড়ি) By Nogor baul james

Andhar Andhar (এই ঘর জগৎবাড়ি) By Nogor baul james
===========================================

Song :এই ঘর জগৎবাড়ি / Well known as Andhar andhar By Nogor baul james

Writer :Prince mahmud

Singer:জেমস্

অ্যালবাম: ঘর—জগৎবাড়ি

Shortly Brief :Andhar andhar Andhar khub andhar ai ghore is a tittle track of James famous album Ei ghor jogot bari.
Many artists work for this better content produce.
Thanks a lot all artist for This amazing song 🎶.

Lyrics for "Andhar Andhar " By James

"আন্ধার আন্ধার আন্ধার খুব আন্ধার এই ঘরে,
রক্ত- মাংস নাইরে শুধু রুহু বসত করে"
কোন আত্মীয় নাই কি কষ্ট পাই রোদ- বৃষ্টি-ঝড়ে.
"এই ঘর দুনিয়াদারী, এই ঘর জগৎবাড়ি"!!"!!

"অসুখ হবে টাকা পাবে রাত দুপুরে
চারিদিকে মাঠির দেয়াল চাপ দিয়ে ধরে"
তিনি মালিক তিনি মাবুদ তাই এমন কেন করে
কমে অসুখ যদি সজন অামারলাগি নামাজ পরে
কোন আত্মীয় নাই কি কষ্ট পাই রোদ- বৃষ্টি- ঝড়ে.
এই ঘর দুনিয়াদারী, এই ঘর জগৎবাড়ি" ||

ফেরেশতা আসিয়া বলে কি খবর তোমার?
দুনিয়াতে নিলে মাবুদ নামটি কতবার??
আমি বলি যদি যেতে দুনিয়াতে আবার পারি
পড়ে কালাম নিয়ে তার নাম রবে পূর্ণ
দেহঘড়ি কোন আত্মীয় নাই কি কষ্ট পাই রোদ- বৃষ্টি- ঝড়ে.
এই ঘর দুনিয়াদারী, এই ঘর জগৎবাড়ি" ।।
আন্ধার আন্ধার আন্ধার খুব আন্ধার এই ঘরে
রক্ত- মাংস নাইরে শুধু রুহু বসত করে
কোন আত্মীয় নাই কি কষ্ট পাই রোদ- বৃষ্টি- ঝড়ে
এই ঘর দুনিয়াদারী, এই ঘর জগৎবাড়ি" ||



গানের তালিকা:

প্রথম অ্যালবাম: স্টেশন রোড
১. স্টেশন রোড
২. ঝর্না থেকে নদী
৩. একদিন ছিল উচ্ছ্বল নদী
৪. আমায় যেতে দাও
৫. আগের জনমে
৬. আর নয় যুদ্ধ
৭. যদি এমন হতো
৮. সত্যের সুন্দর
৯. দুঃখ কেন করো

দ্বিতীয় অ্যালবাম: অনন্যা
১.রিকশাওয়ালা
২. ফেরারি
৩. দুরন্ত মেয়ে
৪. অনন্যা
৫. রংবাজ
৬. রাজনীতি
৭. পলাতক
৮. রাতের ট্রেন
৯. হৃদয়ের দাবিতে
১০. টেলিফোন
১১. তুমি জান

তৃতীয় অ্যালবাম: জেল থেকে বলছি
১. জেল থেকে বলছি
২. নীল আকাশ
৩. ইচ্ছের পালক
৪. ভাবনা
৫. জোসি প্রেম
৬. আমার ভালবাসা
৭. হৃদয়ের একলা প্রান্তরে
৮. পেশাদার খুনি
৯. ঝড়ের রাতে
১০. ঢাকার প্রেম
১১. তোমাকে খুঁজি
১২. প্রাণের শহর

চতুর্থ অ্যালবাম: পালাবে কোথায়
১. পালাবে কোথায়
২. প্রিয় আকাশি
৩. নাযায়েজ
৪. পূর্ণিমা নৃত্য
৫. হেরেমের বন্দিনী
৬. সাদা অ্যাশট্রেটা
৭. ভুলব কেমন করে
৮. সাড়ে তিন হাত ভূমি
৯. জবাব চাই
১০. ভালবাসার যৌথ খামার

পঞ্চম অ্যালবাম: নগর বাউল
১. মন্নান মিয়ার তিতাস মলম
২. হারাগাছের নূরজাহান
৩. তারায় তারায়
৪. নগর বাউল
৫. হোমায়রার নিশ্বাস
৬. একটা প্রেম দাও
৭. নাগ- নাগিনীর খেলা
৮. কতটা কাঙাল আমি
৯. যাত্রা
১০. জঙ্গলে ভালবাসা
১১. নবজীবনের কথা বলছি
১২. তবে বন্ধু নৌকা ভেড়াও

ষষ্ঠ অ্যালবাম: দুঃখিনী দুঃখ করো না
১. দুঃখিনী দুঃখ করো না
২. বিবাগী
৩. গিটার কাঁদতে জানে
৪. জিকির
৫. লুটপাট
৬. সবুজ ওড়না উড়ে যায়
৭. ঈশ্বর
৮. সুলতানা বিবিয়ানা
৯. তুমি যদি নদী হও
১০. যার যার ধর্ম
১১. যদি কখনও
১২. ঘুমাও

সপ্তম অ্যালবাম: লেইস ফিতা লেইস
১. পথ
২. লেইস ফিতা লেইস
৩. সারথি
৪. দে দৌড়
৫. সিনায় সিনায়
৬. বায়োস্কোপের খেলা
৭. লাগ ভেলকি লাগ
৮. রাখে আল্লাহ্ মারে কে
৯. হাউজি
১০. খুলে দেখ মনটা
১১. পুবের হাওয়া
১২. দয়াল

অষ্টম অ্যালবাম: ঠিক আছে বন্ধু
১. এপিটাফ
২. মীরাবাঈ
৩. পত্র দিও
৪. পাখি উড়ে যা
৫. শারাবে শারাব
৬. কথা
৭. জাত যায়
৮. সুধাংশু
৯. হা-ডু-ডু
১০. এমনও নিশিরাতে

নবম অ্যালবাম: দুষ্ট ছেলের দল
১. দুষ্ট ছেলের দল
২. বিজলি
৩. একা
৪. চিরটাকাল
৫. ছোট্ট কিছু আশা
৬. গতিরাজ
৭. গ্যারান্টি নাই
৮. জয় তরুণের জয়
৯. কিছুই পেলাম না
১০. মা ও মাটি

দশম অ্যালবাম: আমি তোমাদেরই লোক
১. সাক্ষী আকাশ
২. দিদিমনি
৩. দিল
৪. আজিজ বোর্ডিং
৫. দুঃখের পথ
৬. লহো সালাম
৭. যা কিছু বুঝেছ তুমি
৮. আল্লাহু আকবর
৯. জিন্দেগি টেস্টিং
১০. আমি তোমাদেরই লোক

একাদশ অ্যালবাম: জনতা এক্সপ্রেস
১. শুরু হবে
২. জনতা এক্সপ্রেস
৩. যদি এ শীতে
৪. নিঝুম
৫. পোড়া চোখে
৬. লিডার আসছে
৭. সাঁঝের কবি
৮. অঙ্গে অঙ্গে
৯. লোকে বলে
১০. কয় কাউশ

দ্বাদশ অ্যালবাম: কাল যমুনা
১. কাল যমুনা
২. মাঝবয়সী মন
৩. ভাঁজ খোলো
৪. পুলকিত বিলাস
৫. উঠছি
৬. বন্ধু আমার
৭. রব্বানা
৮. মেয়ে গো

ত্রৈয়দশ অ্যালবাম: তুফান
১. উঠেছে তুফান
২. নগর আলি
৩. এই বুকটা চিরে
৪. একমুখী রাস্তা
৫. সুরাইয়া
৬. অবরোধ
৭. শারাবি
৮. কূলহারা
৯. যেদিকে তাকাই
১০. তুমি কাঁদলেই

মিক্সড অ্যালবাম: টুগেদার
১. পরাধীন বাংলা
২. নাটোর স্টেশন

মিক্সড অ্যালবাম: শেষ দেখা
১. এই গানই শেষ গান

মিক্সড অ্যালবাম: গাঁয়ের খবর
১. গাঁয়ের খবর
২. অধিকার নেই

মিক্সড অ্যালবাম: সোনালি বিকেল
১. জেগে আছি
২. রইব নারে
৩.তোমাকে বাঁশির মত বাজাই

মিক্সড অ্যালবাম: শক্তি
১. জানালা ভরা আকাশ
২. আমি ও আঁধার

মিক্সড অ্যালবাম: রঙ্গমেলা
১. রঙ্গমেলা

মিক্সড অ্যালবাম: আলোড়ন
১. গ্রিনরুমের বাতি

মিক্সড অ্যালবাম: স্ক্রু ড্রাইভারস
১. বাংলার লাঠিয়াল
২. যে পথে পথিক নেই
৩. মধ্যরাতের ডাকপিয়ন
৪. বেদুঈন
৫. ব্যাবিলন

মিক্সড অ্যালবাম: ক্যাপ্সুল ৫০০ মি.গ্রা.
১. কতটা কষ্টে আছি
২. দূরে আছি তাই
৩. যতটা পথ
৪. হে পাগলি
৫. নিষিদ্ধ ইতিহাস

মিক্সড অ্যালবাম: ধুন
১. চিরহরিৎ
২. একের ভিতর তিন

মিক্সড অ্যালবাম: এখনও দু'চোখে বন্যা
১. মা



***Please Subscribe Our Channel***
Like,comment,and share

Комментарии

Информация по комментариям в разработке