পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ৫ ধারা। পারিবারিক আদালতে কিভাবে মামলা দায়ের করা যায়? Advocate R. Biswas

Описание к видео পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ৫ ধারা। পারিবারিক আদালতে কিভাবে মামলা দায়ের করা যায়? Advocate R. Biswas

পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ৫ ধারা; ও বিবাহ বিচ্ছেদ, ভরণপোষণ, দেনমোহর, অভিভাবকত্ব ইত্যাদি


বাংলাদেশ সরকার ২০২৩ সালে পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ বাতিল করে পারিবারিক আদালত আইন, ২০২৩ পাস করেন। পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ধারা-৫ অনুসারে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে বর্ণিত বিধানাবলি সাপেক্ষে, পারিবারিক আদালতে নিম্নরূপ সকল বা যেকোনো বিষয় সম্পর্কিত বা তা থেকে উদ্ভূত যেকোনো মোকদ্দমা গ্রহণ, বিচার এবং নিষ্পত্তির নিরঙ্কুশ এখতিয়ার বিজ্ঞ পারিবারিক আদালতের থাকবে, যথা :-

(ক) বিবাহ বিচ্ছেদ;

(খ) দাম্পত্য অধিকার পুনরুদ্ধার;

(গ) দেনমোহর;

(ঘ) ভরণপোষণ; এবং

(ঙ) শিশু সন্তানদের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান।


বিবাহ বিচ্ছেদ :

পড়ুন : মুসলিম পারিবারিক আইনে তালাক কি?
আইনে ডিভোর্স বা তালাক দেওয়ার বিধান


বিবাহ বিচ্ছেদের মতো দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য মোকাদ্দমাও পারিবারিক আদালতে দায়ের করতে হয়।

১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এর ৯ ধারা অনুসারে, যদি কোন স্বামী তাঁর স্ত্রীকে বা স্ত্রীদের ভরণপোষণ প্রদান করতে ব্যর্থ হন তবে তাঁর স্ত্রী বা সকল স্ত্রী বা স্ত্রীদের মধ্যে কেউ আইনগতভাবে প্রাপ্য প্রতিকারের অতিরিক্ত ভরণপোষণের জন্য চেয়ারম্যানের নিকট আবেদন করতে পারবেন। এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যেমন হিন্দু, বৌদ্ধ ইত্যাদির মতো বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়েও পারিবারিক মোকদ্দমা দায়ের করে স্বামীর নিকট থেকে ভরণপোষণ আদায় করতে পারেন।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা অনুসারে, নিকাহনামা বা বিবাহের চুক্তিতে মোহরানা বা দেনমোহর পরিশোধের পদ্ধতি বিস্তারিত লিপিবদ্ধ না থাকলে সম্পূর্ণ মোহরানা চাওয়া মাত্র প্রদেয় বলে নির্ধারিত হবে। অর্থাৎ মুসলিম আইনে প্রাপ্য স্ত্রীর মোহরানা বা তার কোন অংশের অধিকার কোনোভাবে ক্ষুণ্ণ হবে না। স্ত্রী নিজে থেকে তালাক দিলেও দেনমোহর পাবেন। এমনকি স্ত্রীর মৃত্যু হলে স্ত্রীর উত্তরাধিকারীরা এই দেনমোহর পাওয়ার অধিকারী। দেনমোহর পাওয়ার জন্যও উত্তরাধিকারীরা মামলা করতে পারেন।

শিশু সন্তানদের অভিভাবকত্ব ও তত্ত্বাবধানের জন্যও পারিবারিক আদালতে পারিবারিক মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালত দ্বারা নির্ধারিত হয়ে থাকে।

বিবাহ বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে?
ছেলেসন্তান ৭ বছর পর্যন্ত ও মেয়েসন্তান বয়ঃসন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে। এবং বাবা ভরণপোষণ দিতে বাধ্য থাকবে। বাবা ভরণপোষণ না দিলে আদালতের মাধ্যমে মা তার সন্তানের ভরণপোষণ বাবার কাছ থেকে আদায় করতে পারেন। তবে বর্তমানে বিবাহ-বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে তা আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে নির্ধারণ করে থাকেন। বিজ্ঞ আদালত সন্তানের বয়সের বিষয়টি বিবেচনার পাশাপাশি কোথায় সন্তানের কল্যাণ নিশ্চিত হবে সে বিষয়ে বেশি নজর দেন। সে ক্ষেত্রে অনেক সময়ই সন্তানের বয়স মুখ্য বিষয় হয়না।


~ রাসেল বিশ্বাস
অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
মোবাইল : ০১৭৪৬-০২২৫৫০







#বিবাহ_বিচ্ছেদ #তালাক #দেনমোহর #ভরণপোষণ #অভিভাবকত্ব #মুসলিম_আইন #Talaq #Divorce #Dower #Maintenance #Guardianship #Muslim_Law #Hindu_Law #আইন #বাংলাদেশ #Law #Bangladesh

Комментарии

Информация по комментариям в разработке