||অভিমানে মিশে তুমি ||শেষ অংশ ||যাকে ৩বছর আগে ছেড়ে এসেছে। যে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল কিন্ত

Описание к видео ||অভিমানে মিশে তুমি ||শেষ অংশ ||যাকে ৩বছর আগে ছেড়ে এসেছে। যে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল কিন্ত

||অভিমানে মিশে তুমি ||শেষ অংশ ||যাকে ৩বছর আগে ছেড়ে এসেছে। যে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল কিন্তু||Heart Touching story #Bangla short story
কাব্য আহমেদ
মেয়ে আমার পছন্দ হয়েছে "কন্ঠ টা খুব চেনা লাগছে, মাথা তুলে তাকিয়ে মেঘ অবাক হয়ে যায়। কাব্য! যাকে ৩বছর আগে ছেড়ে এসেছে। যে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বলে কাব্য কে ছেড়ে আসে মেঘ! আজ কাব্য তার সামনে বিয়ের পাত্র হয়ে বসে আছে। কাব্য এক ভাবে তাকিয়ে আছে, কিন্তু কাব্য এই অবস্থানে এলো কিভাবে? খুব দরিদ্র পরিবার থেকে এই অবস্থায়.... মেঘ এক ভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। -- আলহামদুলিল্লাহ তাহলে বিয়ের একটা দিন ঠিক করি(মেঘের বাবা)- আজই বিয়ে(কাব্য) শুনে সবাই অবাক, আজই? কিন্তু কেন?

---- দেখুন আমি নতুন একটা প্রজেক্ট এ কাজ শুরু করবো তাই এর পর আমি ছুটি পাবো না তাই বলছি আজই...যদি আপনাদের আপত্তি না থাকে(কাব্য)

কাব্যের বাবা আর মেঘের বাবা ২ খুব ভালোই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে তাই এই সিন্ধান্তে তাদের আপত্তি নেই।

মেঘ অবাক হয়ে বসে থাকে।

সন্ধ্যা মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘ কে নিয়ে আসা হয়।

রাত ১১ টা বাজে

বাসর ঘরে বউ সেজে বসে আছে মেঘ।
কিছুক্ষন পর কাব্য রুমে এসে দরজা লাগিয়ে দেয়।

কাব্য এসে মেঘের কাছে বসে

---- বাহ! আজও তুমি ঠিক আগের মতোই সুন্দরী (কাব্য)

---- কাব্য তুমি কিভাবে মানে... (মেঘ)

---- পরিবারের শেষ সম্পদ দিয়ে একটা ব্যাবসা শুরু করেছিলাম, যা হঠাৎ ই দাঁড়িয়ে যায়। হ্যাঁ অনেক কস্ট করতে হয়েছে!

Комментарии

Информация по комментариям в разработке