হোয়াইট জার্মান ঘাস চাষ পদ্ধতি | White German Grass Cultivation System | Sheikh Jalal Agro

Описание к видео হোয়াইট জার্মান ঘাস চাষ পদ্ধতি | White German Grass Cultivation System | Sheikh Jalal Agro

হোয়াইট জার্মান ঘাস চাষ পদ্ধতি: গবাদি পশু পালনের জন্য ঘাস চাষ অতি গুরুত্বপূর্ণ। হোয়াইট জার্মান ঘাস এক ধরনের স্থায়ী ঘাস। এর কাণ্ডের গিটে শিকড় থাকে। ঘাস লাগানোর পর ঘাসের লতা পুরো জমিতে ছড়িয়ে পড়ে। এ ঘাস গরুর-ছাগলের খুব পছন্দ। দ্রুত বর্ধনশীল ও উচ্চ ফলনশীল জার্মান ঘাস আপনিও চাষ করতে পারেন।
জার্মান ঘাসের বীজ হয়না তাই কাটিং ও মোথা দ্বারা বংশ বিস্তার করতে হয়।

হোয়াইট জার্মান ঘাস চাষের জন্য জমি নির্বাচন পদ্ধতি:
হোয়াইট জার্মান ঘাস নিচু ও জলাবদ্ধ জমিতে চাষ করা যায়। এমনকী জমানো পানিতে চাষ করা যায়। যে সব জমিতে সারা বছর পানি থাকে অথবা কিছুকাল ডুবে থাকে, সে সব জমিতে এ ঘাস চাষ করা যায়। এছাড়া খাল, বিল, মজা পুকুর, নদীর ধার, ডোবা, নালা এই ঘাস চাষের জন্য উপযুক্ত।

হোয়াইট জার্মান ঘাসের কাটিং বা চারা তৈরি পদ্ধতি:
পরিপক্ক গাছের কমপক্ষে ৩ গিটের কাটিং করতে হয়। সমতল শুকনা জমিতে লাগালে কয়েকটা চাষ দিয়ে আগাছামুক্ত করে নিতে হবে। এরপর নির্দিষ্ট দূরত্বে কোদাল দিয়ে গর্ত করে চারা বা কাটিং রোপন করতে হবে। কাটিংগুলো কাত করে অর্থাৎ ৪৫-৬০ ডিগ্রি কোণে এমনভাবে লাগাতে হবে যেন কাটিংয়ের একটি গিট মাটির নিচে, একটি মাটির সমান এবং অপর গিট মাটির উপরে থাকে।

হোয়াইট জার্মান ঘাসের কাটিং রোপণ পদ্ধতি:
মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ঘাস রোপণ করা হয়। তবে সারাবছর রোপণের সময়। হোয়াইট জার্মান ঘাসের কাটিং রোপণ পদ্ধতি হবে সারি থেকে সারি গাছের দূরত্ব হবে ১ ফুট/১ ফুট।

হোয়াইট জার্মান ঘাসে সার প্রয়োগ পদ্ধতি:
জার্মান ঘাস উর্বর জমিতে ভালো হয়। ভালো ফলনের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর দিতে হবে এবং চারা লাগানোর ২-৩ সপ্তাহ পর একর প্রতি ৪০ কেজি ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। প্রতিবার ঘাস কাটার পর একর প্রতি ৩৫-৪০ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।

হোয়াইট জার্মান ঘাস কাটা:
রোপণের ৪৫-৫৫ দিন প্রথম কাটার উপযোগী হয় এবং এরপর প্রতি ৩/৪ সপ্তাহ পর পর কাটা যায়। বাংলাদেশের আবহাওয়ায় এ ঘাস মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বাড়ে। শীতকালে এ ঘাস তেমন বাড়ে না। এ ঘাস বছরে প্রায় ৬ বার কাটা যায়। উর্বর জমিতে ও ভালো ব্যবস্থাপনায় বছরে একর প্রতি ৪৫-৬০ টন সবুজ ঘাস পাওয়া যায়।

facebook page link:   / sheikhjalalagro  
facebook profie link:   / sheikhjalal  

#GermanGrassCultivationSystem
#SheikhJalalAgro

Комментарии

Информация по комментариям в разработке