কী করে তারে বল ঈমান বলি ? মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের অসাধারন একটি ইসলামী সংগীত

Описание к видео কী করে তারে বল ঈমান বলি ? মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের অসাধারন একটি ইসলামী সংগীত

কী করে তারে বল ঈমান বলি ?



যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না

যে ইমান সত্য ন্যায়য়ের কথা বলেনা ।।
যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই

মুখে শুধু ফাঁকা বুলি ।

কি করে তারে বলো ইমান বলি ।।



যে ইমান দ্বীন কায়েমের আন্দলনের ধার ধারে না ।
যে ইমান লেবাসধারী, কোরআন, হাদীস তাও পড়ে না ।
যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলোস কামায় ।
যে ইমান শীরকিয়াতের আমল করে ভীত না হয় ।২


যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে
যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লোটে
যে ইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে
যে ইমান দেখেনা যে আরাকানে ভাইরা মরে ।।

Комментарии

Информация по комментариям в разработке