কেন কানাডার ৫০% মানুষ এই লাইনের দক্ষিণে বাস করে | আদ্যোপান্ত | Why Canadians Live South of This Line

Описание к видео কেন কানাডার ৫০% মানুষ এই লাইনের দক্ষিণে বাস করে | আদ্যোপান্ত | Why Canadians Live South of This Line

কেন ৮০% খালি পড়ে থাকা কানাডার ৫০% মানুষই এই লাইনের দক্ষিণে বাস করে ? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

নিশ্চয়ই জানেন, উত্তর আমেরিকা মহাদেশের পুরো উত্তর অংশ জুড়ে কানাডা দেশটির অবস্থান। আর দক্ষিণে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা আর আমেরিকাকে ভাগকারী ফোরটি নাইনথ প্যারালাল লাইন বা ৪৯তম সমান্তরাল রেখাকে বলা যায় দুদেশের মধ্যে বিদ্যমান সবচেয়ে দীর্ঘ সীমানা রেখা। স্বাভাবিকভাবেই এই সীমানা রেখার দক্ষিণে বসবাসকারীরা আমেরিকান নাগরিক। তবে মজার বিষয় হচ্ছে, এই সীমারেখার দক্ষিণে আমেরিকার যত নাগরিক বাস করে তার তুলনায় কানাডার নাগরিক কম বাস করে না। আরও আশ্চর্যের বিসয় হচ্ছে কানাডার অন্তত ৭০ ভাগ মানুষই বাস করে ৪৯তম সমান্তরাল রেখার দক্ষিণে- এই লাল রংঅঙ্কিত জায়গার ভেতরে।

এখানেই শেষ না, কানাডার প্রায় ৫০ ভাগ মানুষের বাস এই লাইনের আরও দক্ষিণে এই ছোট্ট এলাকার ভেতরে। অর্থাত বলা যায় আমেরিকার ওয়াশিংটন, মন্টানা, নর্থ ডেকোটা বা নিশ্চিতভাবেই আলাস্কা অঙ্গরাজ্যের তুলানায় আরও দক্ষিণে বসতি গড়েছে কানাডার বেশিরভাগ মানুষ। এখানে আরেকটি চমকপ্রদ তথ্য জানাচ্ছি, কানাডার আনুমানিক ৮০ ভাগ মানুষই আসলে আমেরিকার সীমানার মোটামুটি একশ কিলোমিটারের মধ্যে বাস করে।

আদ্যোপান্ত'র আজকের ভিডিওটির স্পন্সর Arogga অ্যাপ। অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে ইন্সটল করুন নিচের লিংক থেকে:
https://www.arogga.com/s/ADPN/ari

অথবা ADPN কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে।

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке