গান-বাদ্য হারাম হওয়ার দলীল।মুফতী রঈসুদ্দীন রহমানী #song #waz #banglawaz #ওয়াজ #বাংলা_ওয়াজ
✆01608755428
➤গান-বাদ্য হারাম হওয়ার দলীল
ইসলামে গান ও বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম হওয়ার পক্ষে কিছু স্পষ্ট দলীল রয়েছে, যা কুরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে। নিচে তা বিস্তারিতভাবে তুলে ধরা হলো:
১. কুরআনের দলীল
সুরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
“আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য জ্ঞান ছাড়াই অসার বাক্য কিনে নেয় এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।”
— সুরা লুকমান, আয়াত ৬
এই আয়াতের ব্যাখ্যায় সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, “অসার বাক্য” বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বুঝানো হয়েছে।
২. হাদিসের দলীল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন।”
— সুনানে ইবনে মাজাহ, হাদিস ৪০২০
এছাড়া, তিনি আরও বলেছেন:
“তোমরা গায়িকা (দাসী) ক্রয়-বিক্রয় করো না এবং তাদেরকে গান শিক্ষা দিও না। আর এসবের ব্যবসায় কোন কল্যাণ নেই। জেনে রেখো, এর প্রাপ্ত মূল্য হারাম।”
— জামে তিরমিযী, হাদিস ১২৮২; ইবনে মাজাহ, হাদিস ২১৬৮
৩. ইবলিসের আওয়াজ
সুরা ইসরার ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন:
“তোর আওয়াজ দ্বারা তাদের মধ্য থেকে যাকে পারিস পদস্খলিত কর।”
— সুরা ইসরা, আয়াত ৬৪
এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) বলেন, “যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে, তাই ইবলিসের আওয়াজ।” বিখ্যাত তাবেয়ী মুজাহিদ (রা.) বলেন, “ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে।”
➤➤গান বাজনা হালাল না হারাম,ইসলামে গান বাজনা কি হারাম,গান শোনা হারাম কেন,গান বাজনা কি হারাম,গান হালাল নাকি হারাম,গান হারাম হওয়ার কারন,গান বাজনা হারাম,গান শোনা কি হারাম,গান শুনা কি হারাম,গান বাজনা শোনা কি হারাম,গান হারাম না হালাল,ইসলামে গান হালাল নাকি হারাম,গান,গান বাজনা হারাম হলে ওয়াজ ও হারাম,গান বাজনা হালাল না হারাম ?,কাওয়ালি গান শোনা কি হারাম,গান বাজনা হালাল না হারাম?,গান শুনা কি হারাম ।,গান বাজনা যে কারনে হারাম,গান বাজনা কী হারাম
Информация по комментариям в разработке