ফজর আর হবে না কাজা! | Muhammad Tain | Muslim Life Hacks (Episode-3)

Описание к видео ফজর আর হবে না কাজা! | Muhammad Tain | Muslim Life Hacks (Episode-3)

সাধারণত আমরা মনে করি, ফজরের নামাজ পড়ার জন্য ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করাই হলো আমাদের একমাত্র কাজ। না ভাই, আপনি প্রবলেমটির সল্যুশনের মূল পয়েন্টটিই ধরতে পারেননি। আসলে ভাই সকালে ঘুম থেকে ওঠার মূল রহস্য হলো, রাতে তাড়াতাড়ি ঘুমানো। ফজরের নামাজ পড়ার জন্য এটিই আপনার প্রথম পদক্ষেপ। শয়তান আপনার ফজরের নামাজ কাজা করিয়ে দেওয়ার জন্য রাত থেকেই কাজে নেমে পড়ে। সে আপনাকে নানান বাহানায় তাড়াতাড়ি ঘুমোতে দেয় না। স্মার্টফোনের এই যুগে দেরিতে ঘুমোতে যাওয়া একটি সোশ্যাল ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণরা তো ফেসবুক-ইউটিউবে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যখন ঘুমোতে যায়, তখন প্রায় একটা-দুইটা বেজে যায়। এবার আপনিই বলুন, বারটার পর যে ঘুমোতে যায়, সে কী করে ফজরের নামাজের জন্য উঠবে?

Комментарии

Информация по комментариям в разработке