কাতার কিভাবে এত অল্প সময়ে অবিশ্বাস্যরকম ধনী হলো ?| আদ্যোপান্ত | How Qatar Got so Rich so Fast?

Описание к видео কাতার কিভাবে এত অল্প সময়ে অবিশ্বাস্যরকম ধনী হলো ?| আদ্যোপান্ত | How Qatar Got so Rich so Fast?

ক্ষুদ্র জেলেপল্লী থেকে কাতার কিভাবে এত অল্প সময়ে অবিশ্বাস্যরকম ধনী হলো ??আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

তেল আছে, গ্যাস আছে আর আছে সঞ্চয়। আরও আছে নিত্যনতুন উদ্ভাবনী, সঙ্গে সুদূরপ্রসারী নানান পরিকল্পনা। ব্যাস, এই গ্রহের অন্যতম ধনী রাষ্ট্র হওয়া আর ঠেকায় কে! বলছিলাম পারস্য উপসাগর তীরের একটুকরো ভূমির এক উত্তপ্ত-শুষ্ক মরুর দেশের কথা। আয়তনে রাষ্ট্রটি বাংলাদেশের চেয়ে ১৩ গুণ ছোট।

দেশটির নাম কাতার। বাংলাদেশের মতোই ১৯৭১ সালে স্বাধীন হওয়া দেশটির আয়তন মাত্র ১১ হাজার ৫৮১ বর্গকিলোমিটার। গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার সময় তৎকালীন ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে অন্যতম গরীব দেশ ছিল কাতার। হবেই বা না কেন? সিংগভাগই ধূ ধূ মরু এলাকার এই দেশটির গ্রীষ্মকাল হয়ে ওঠে ভয়াবহ। ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা বিরাজ করে সেখানে। প্রায় বাসের অযোগ্য এ এলাকার মানুষের জীবিকা ছিল মাছ ধরা ও মুক্তো সংগ্রহ। এসব বেচে পেট চালানো জেলে ও ডুবুরীদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলীবাবার গুহায়। স্বাধীনতার ৫০ বছর যেতে না যেতেই কাতার এখন এই গ্রহের শীর্ষ ধনী দেশগুলোর একটি।

২০২১ সালের হিসাব অনুযায়ী আয়তনের দিক দিয়ে বিশ্বের ৯০তম ছোট এই দেশটির মাথাপিছু বার্ষিক আয় প্রায় ৬৭ হাজার মার্কিন ডলার। বিশ্বের কোণায় কোণায় চোখে পড়ে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্মও কাতারে। অন্যদিকে গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী দোহাকে দেখলে তো মনে হয় সাই-ফাই সিনেমায় দেখানো ভিনগ্রহের কোনো বসতি।

অল্প সময়ের মধ্যে কাতার কীভাবে এই অভাবনীয় পরিবর্তন ঘটালো - চলুন সেই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক আদ্যোপান্তর আজকের পর্বে...

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  


💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке