JHARKHALI (SUNDARBAN)

Описание к видео JHARKHALI (SUNDARBAN)

Jharkhali Sundarban Tour:
কলকাতার সায়েন্স সিটি মোড় থেকে গাড়িতে মাত্র আড়াই ঘণ্টা। অথবা শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ট্রেন ধরে ক্যানিং স্টেশান থেকে বাসে করে পৌঁছনো যায় ঝড়খালি। সেক্ষেত্রেও, ঘণ্টা তিনেকের মধ্যে পৌঁছে যাওয়া যায় নদী আর ম্যানগ্রোভ ঘেরা সবুজ, স্নিগ্ধ প্রকৃতির মাঝে।
এখানে রাত্রি যাপনের জন্য রয়েছে সরকারি লজ— ‘ঝড়বাংলো’। এ ছাড়া, প্রচুর বেসরকারি হোটেল ও লজ রয়েছে ঝড়খালিতে। সাধারণত ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যেই মিলবে থাকার ঘর। তবে দুপুর বা রাতের খাওয়ার জন্য আলাদা কড়ি খসাতে হবে।
ঝরখালি থেকে লঞ্চ বা ভুটভুটি করে ভ্রমণ করতে পারেন সুন্দরবনের খাঁড়িতে। ঘণ্টাপিছু ৬০০ থেকে ৮০০ টাকা অথবা সারাদিনের জন্য ৪০০০ থেকে ৬০০০ টাকা ভাড়া এই জলযানগুলির। এক একটি লঞ্চে ২৫ জনের বেশি যাত্রী যেতে পারেন। সেখানে দেখা মিলবে বাদর, হরিণ, বুনো শুঁয়োর, কুমিরের। কপাল ভাল থাকলে চোখাচোখি হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে। প্রকৃতির রস আস্বাদন করতে করতে লঞ্চে করেই বেড়িয়ে আসতে পারেন সজনেখালি, সুধন্যখালি, নেতিধোপানি, কৈখালি-সহ সুন্দরবনের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও। জঙ্গলে যদি বাঘের দেখা নাও পান তাতে আফসোস করবেন না। কারণ, এই ঝড়খালিতেই রাজ্য সরকার গড়ে তুলেছে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র। যেখানে সুহানা ও সুহানি নামে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে।
ঝড়খালি ইকো ট্যুরিজম হাবে রয়েছে প্রজাপ্রতি উদ্যান, ফুলের বাগান-সহ প্রচুর ম্যানগ্রোভ।


#jharkhali
#sundarban
#jharkhalisundarban

Комментарии

Информация по комментариям в разработке