পাতা সুড়ঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা পাতায় ডিম পাড়ে। সেখান থেকে লার্ভা বের হয়ে পাতা খেয়ে সুড়ঙ্গ তৈরি করে বের হয় এবং আবার বংশবিস্তার করে। সুড়ঙ্গ বাইরে থেকে সাদা দাগের মত দেখায়। আগে থেকে সাবধানতা অবলম্বন করলে আর এই পোকা ডিম পাড়তে পারে না। এজন্য নিচের ব্যবস্থা নেয়া যেতে পারেঃ
১. ৫-৭ দিন অন্তরে নিম তেল, রসুন সিদ্ধ পানি ও তামাক পাতা (সাদা পাতা) ভিজানো পানি একত্রে মিশিয়ে ভোরে কিংবা সন্ধ্যায় নিয়মিত গাছে ভালভাবে (পাতার উপরে ও নিচে) স্প্রে করতে হবে। নিম তেল স্প্রে যেভাবে প্রস্তুত করবেনঃ • কীভাবে নীম তেল স্প্রে প্রস্তুত করবেন । How...
২. শুকনা ছাই গাছে ও মাটিতে ছিটিয়ে দিতে হবে।
৩. পোকার সিজনে বেকিং সোডা ১ চামচ প্রতি লিটার পানি, এই হারে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে ভোরে পাতার উপরে ও নিচে স্প্রে করতে হবে।
৪. প্রাদুর্ভাব দেখা গেলে প্রাথমিক পর্যায়ে আক্রান্ত পাতার অংশ কেটে পুড়িয়ে ফেলতে হবে ও উপরে উল্যেখিত ব্যবস্থা নিতে হবে।
৫. প্রাদুর্ভাব কিছু বেড়ে গেলে পাতার সাদা দাগের অংশ পিষে লার্ভা মেরে ফেলতে হবে ও উপরে উল্লেখিত ব্যবস্থা নিতে হবে।
৬. প্রাদুর্ভাব বেশি হলে ডাইমেথয়েট (টাফগর ৪০ ইসি) বা সাইপারমেথ্রিন (রিপকর্ড) জাতীয় ঔষধ ৭ দিন অন্তরে মোট ২ বার স্প্রে করে দিতে হবে। বিস্তারিত ভিডিওতে।
...............................................................
গাছ-গাছালি, ফলের মিষ্টতা মাপার যন্ত্র বা ব্রিক্স রিফ্র্যাকটোমিটার, মাটি ও পানির পি এইচ ও ময়েশচার মিটার ইত্যাদি যন্ত্রপাতি থেকে শুরু করে ১২ মাসি কালো তরমুজ, রকমেলন, স্কোয়াশ সহ বিভিন্ন বিদেশি ফসলের বীজ, চাষের যাবতীয় কৃষি সামগ্রীঃ সার, ঔষধ, কোকো ডাস্ট, ভার্মি কম্পোস্ট, সিডলিং ট্রে, মালচিং পেপার, পলি টানেল সামগ্রী, ড্রিপ ইরিগেশন সিস্টেম, রুট হরমোন, সেক্স ফেরোমোন ট্র্যাপ বা লিউর ইত্যাদি, কৃষি পরামর্শ, কৃষি সেবা ও কৃষি পন্য বিক্রয়ে সহযোগিতা, ছাদ ও বারান্দা বাগান তৈরি করে দেয়া, বাগানের মাটির পিএইচ ও গুণমান নির্ণয়, সার সুপারিশ, গাছের রোগ-বালাই সনাক্তকরণ, বালাইনাশক সুপারিশ, দেশি-বিদেশি জাতের গাছের চারা, বীজ, ছাদ বাগানে প্রয়োজনীয় সামগ্রী, নিম অয়েল, স্টিকি ট্র্যাপ বা আঠালো ফাঁদ, বর্দো মিক্সচার ইত্যাদি সহ নানা আইটেম এর জন্য যোগাযোগঃ
বীজ, মালচিং, বালাইনাশক, হরমোন অর্ডারঃ
📞 👉 কল হটলাইনঃ +8809638221133 📢 শুক্রবার বন্ধ
📧 👉 হোয়াটসএপ মেসেজ: wa.me/+8801810138216/ (+8801810138216)
🌍 👉 ওয়েবসাইট: www.bizpata.com
🌍 👉 হোয়াটসএপ চ্যানেল: whatsapp.com/channel/0029VaPbw0T3gvWcoLtcYw0u
ধন্যবাদ। বীজপাতা কৃষকের আস্থা।
...............................................................
#লিফমাইনার #leafminer #শসাগাছেরযত্ন #পাতাসুড়ঙ্গকারীপোকা
Информация по комментариям в разработке