কোরআন হাদিস দিয়ে জিনের চিকিৎসা প্রদান | cumillar hujur | জিনের চিকিৎসা কুমিল্লা

Описание к видео কোরআন হাদিস দিয়ে জিনের চিকিৎসা প্রদান | cumillar hujur | জিনের চিকিৎসা কুমিল্লা

কোরআন হাদিস দিয়ে জিনের চিকিৎসা প্রদান | cumillar hujur | জিনের চিকিৎসা কুমিল্লা




ফেসবুক পেইজে অথবা ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ ঠিকানা উল্লেখ না করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে।
👉যে কারণে আমরা ঠিকানা সম্পূর্ণ উল্লেখ করিনি তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
https://www.facebook.com/share/v/xduTCy6hy...
👉অনেকেই আমাদের ঠিকানা নিয়ে নিজেরা বিভ্রান্তির মধ্যে থাকেন এবং আমাদেরকেও ভুল বুঝে থাকেন, আসলে 🌐ঠিকানা না দেওয়ার একটাই কারণ , ঠিকানা দিলে আমরা দৈনিক যে পরিমাণ রোগীদের দেখি তার চেয়ে কয়েকগুণ বেশি রোগী চলে আসে
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর এতে করে যথাযথ সার্ভিস দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না এবং রোগীদের জোর জবরদস্তি কারণে তদবির না করে ফিরিয়ে দেওয়া যায় না। যার কারণে আমাদের তদবিরে সুস্থতার শতকরা হার আমাদের এবং রোগীদের আশানুরূপ হয় না, ফলশ্রুতিতে আমরা অনিচ্ছাকৃতভাবে দুর্নামের ভাগীদার হই, আর রোগীরাও নিজেদের ভুলের কারণে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়। চিকিৎসক এবং রোগী উভয় পক্ষই অসন্তুষ্ট থাকে। তাই নির্ধারিত সংখ্যায় রোগী নিয়ে আসতে এবং যথাযথ চিকিৎসা করতে ,
আমাদের হোয়াটসঅ্যাপে নক করে যোগাযোগ মাধ্যমে রোগী নিয়ে আসবেন এবং আমাদেরকেও শান্ত সৃষ্টভাবে চিকিৎসা করার সুযোগ দিবেন।
👉আমাদের সঠিক আইডি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল:-
https://www.facebook.com/Jinojadurqur...

/ @quranic_chikitsok
👉 আমাদের থেকে তদবির নেওয়ার পদ্ধতি:- সিরিয়াল নিতে হবে, সিরিয়াল নেওয়ার জন্য প্রথমে আমরা চেক করার জন্যে রোগির নাম , পিতা, মাতা, গ্রাম, থানা ,জেলার নাম এবং কেন আমাদেরকে দেখাতে চাচ্ছেন ওই সমস্যাগুলোর বিস্তারিত
লিখে পাঠাবেন । আমরা প্রত্যেকটা রোগী চেক করে দেখতে ফী নিয়ে থাকি ফি পাঠিয়ে দিতে হবে এবং চেক করে সমস্যা পাওয়া গেলে আমাদের অফিসে এসে চিকিৎসা নিতে হবে। অবশ্যই চিকিৎসার ফি সম্পূর্ণ আলাদা হবে। আর কেউ যদি সিরিয়াল ছাড়া আসতে চায় অবশ্যই আসতে পারবে।
👉 বিশেষ দ্রষ্টব্য আমাদের তদবিরে কোন ওয়ারেন্টি গ্যারান্টি নাই। সুস্থ করার একমাত্র মালিক আল্লাহ আমরা শুধুমাত্র চেষ্টা করি।

Комментарии

Информация по комментариям в разработке