শুশুয়া চরের মানুষের সাথে রাত্রিযাপন | যমুনা নদীর দুর্গম জনপদ পাড়ি দিয়ে | Shushuya Char Night Life
ভাঙ্গণপ্রবন যমুনার তীর ঘেঁষে আজ যাচ্ছি দুর্গম পথ পাড়ি দিয়ে বালুচর বেষ্টিত শুশুয়া চরে।
আজকের রাতটা কাটাবো নানা রকম ফসলে ভরপুর টাঙ্গাইলের যমুনা নদীর শুশুয়ার চরে। হবে গানের আড্ডা, বারবিকিউ পার্টি, যমুনার বিভিন্ন ফসলের সাথে পরিচিত হওয়া, দেখাবো চরের মানুষের জীবনমান এবং শীতবস্ত্র বিতরণ। ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন।
চরাঞ্চলে বর্ষায় যেমন থাকে যমুনায় অঘাত পানি, শীতের সময় থাকে নানা রকম শষ্য ও শাকসবজি। চরে চলাচলের জন্য নেই কোনো যানবাহনের ব্যবস্থা পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়িতে চলাচল করতেই এখানের মানুষ অভ্যস্থ। এখানের মানুষের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা একেবারেই নাজুক। নদীর সাথে লড়াই করেই চলছে যুগের পর যুগ।
কথা বলতে বলতে আমরা নির্দিষ্ট গন্তব্যে চলে এসেছি, বলে রাখি আজকের এই আয়োজনে সিংহভাগ কৃতিত্ব আমেরিকা প্রবাসী মাসুম মাহবুবুর রহমান ভাইয়ের। মাসুম ভাইয়ের কলেজ লাইফের বন্ধু-বান্ধবরা এসেছে এক রাতের এই গ্রামীণ জীবন উপলব্ধি করতে। আজ রাতের আড্ডার জন্য এখানেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে।
চরের জীবনযাপনে পাকা স্থাপনা পাওয়াই যায়না । কারন চরের বাড়িঘর স্থায়ী হয় না, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এইতো নদীর খেলা। মাসুম ভাই মেহমানদের সুবিধার্থে টিউবওয়েল, গোসলখানা, টয়লেট সব কিছুই যতটা সম্ভব মানসম্পন্ন রাখার ব্যবস্থা করিয়েছেন সুদুর প্রবাস থেকেই।
পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে গেছে, এসেই দুপুরের খাবার খেয়ে নিলাম সবাই। বলে রাখি এখানে যারা ঢাকা থেকে এসেছে সবাই বড় বড় চাকরি করেন, যমুনা টেলিভিশনের নিউজ এডিটর বদরুল আলম লিটন ভাইও আছেন আমাদের সাথে।
সন্ধ্যার পর পরই শুরু গেলো শেখ সোলায়মানের বাঁশির সুর ও জাহিদ সাঁইয়ের গানের আসর। সবাই যেনো গান ও বাঁশির সুরে মাতোয়ারা হয়ে গেছে। খুব উপভোগ করতেছিলো সময়টুকু।
রাত বাড়ার সাথে সাথে শীত বাড়ছে, তাই জ্বালানো হলো বারবিকিউর চুলা। পুরোটা সময় ছোটন ভাই সবাইকে মাতিয়ে রেখেছেন।
বড় বড় মাছ এবং মুরগির মাংসের রারবিকিউ ও রুটি ছ্যাকা হচ্ছে।
সময়টা ছিল খুবই উপভোগ্য, সবাই নিজ নিজ চাহিদা মতো খেয়ে নিলাম। খুবই মজাদার খাবার খেতে খেতে একটা কথাই মনে পড়ছিলো এতো স্বাদ ক্যা?
বারবিকিউ পার্টি শেষে আমরা সবাই ঘুমিয়ে যাই। শীতে যেন কষ্ট না হয় এজন্য মাসুম ভাই অনেকগুলো লেপ, তোশক, বালিশ বানিয়ে রেখেছেন।
সকালের চা, নাস্তা সেরে বেরিয়ে পরলাম চর দেখতে , ভাঙ্গণযুক্ত যমুনার পাড় দেখে খারাপ লাগছিল তেমনি নদীতে নৌকা চলাচলের দৃশ্যে ছিলো মনোমুগ্ধকর।
কেউবা বসে আছে নৌকার অপেক্ষায় , নদীতে নৌকায় চড়ে বিভিন্ন স্থানে যেতে হয়।
একেক এলাকায় একেক নৌকা চলে, তাই কেউবা চলে যাচ্ছে নিজ গন্তব্যে। বাইক নৌকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে যেন নৌকা থেকে নেমে নিজ গন্তব্যে স্বাচ্ছন্দ্যে পৌঁছানো যায়। নদীর পাড়ের ধু ধু বালুচরে কেউবা ফিরছেন নিজের গন্তব্যে।
আমাদের সাময়িক ভালো লাগলেও এখানকার মানুষ এসবেই প্রতিদিন অভ্যস্থ।
চরে বিভিন্ন ফসল উৎপাদন হয়, ভুট্রা, বাদাম, বিভিন্ন সজ, ডাউল , সর্ষে, বেগুন, পেঁয়াজ, রসুন, ধান ইত্যাদি। এক কথায় চরের বালুমাটিতে সোনা ফলে। বাবুর্চিরা অনেক কষ্ট করে সুস্বাদু রান্না করছিলো এজন্য তাদের ধন্যবাদ জানাই। খাওয়ার পর সবাই রান্নার প্রশংসাই করছিল।
অনেক বেলা হলো, সবাই একসাথে খাবার খেয়ে বেরিয়ে পরলাম শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে।
কারন ওখানে শুশুয়া ভিল ও ঢাকা কলেজ ৯৫ব্যাচের উদ্যাগে ৫০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হবে।
সবুজ মাঠ পাড়ি দিয়ে ছুটে চলছি সেই বিদ্যালয়ের দিকে। মাইল দুয়েক পথ পাড়ি দেবার পর উপস্থিত হলাম শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
এখানে সবাই জড়ো হয়েছে , সবাইকে আগে থেকেই স্লিপ পৌঁছে দেয়া হয়েছে সুশৃংখলভাবে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে।
আমরাও শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছি , সকলেই সুশৃংখলভাবে লাইনে বসে আছে। সুশৃংখলভাবে শীতবস্ত্র বিতরণের জন্য শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা অনেক কষ্ট করেছেন। বলে রাখি এখানে মোমিন আংকেলের নেতৃত্বে শখানেক স্বেচ্ছাসেবক কাজ করছেন। এজন্য মোমিন আংকেলসহ সকলকে ধন্যবাদ জানাই।
কম্বল বিতরণ শুরু করা হলো। শীতবস্ত্র পেয়ে সবাই উচ্ছসিতভাবে বাড়ি ফিরছে এটা দেখে মনের ভিতর অন্যরকম ভালোলাগা কাজ করছিল। এদিকে আমাদের সোলায়মান ভাই সবার মতামত নিচ্ছিলেন।
সবাই বাড়ি ফিরে যাচ্ছে, এবার আমাদেরও সময় হয়ে আসছে তৃপ্ত মনে বাড়ি ফেরার।
সর্ষে ফুল পেয়েছে ছবি তুলবে না এটা কি হয়? ফেরার সময় মাসুম ভাইয়ের বন্ধুরা ছবি তুলতে শুরু করে দিয়েছে।
পরিশেষে কবির ভাষায় বলি 'যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
আজ এপর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে।
শুভ কামনা রইলো
#Salauddin sumon
শুশুয়া চর
শুশুয়া
যমুনা চর
চর
যমুনার চর
টিয়াপাড়া চর
আলোকদিয়া চর
নদীর চর
সারিয়াকান্দী যমুনা চর
দূর্গম চর
চর শিবালয়
যমুনার চর ।
যমুনা নদীর চর
বাংলাদেশের চর
যমুনার দুর্গম চর
jomuna river . যমুনার চর
আলোকদিয়া চরের দৃশ্য
চরাঞ্চল
চরের জীবন
সোনার চর
চর দখল
বিনবিনার চর
চর বিজয়
ভাসান চর
উড়ির চর
চর আবদুল্লাহ
চর খানপুর
পদ্মার চর
চর খান পুর
চর কুকরি মুকরি
দমার চর
দুবলার চর
চর তুফানিয়া
নতুন চর
তুফানিয়া চর
কাউয়ার চর
#চর
#villagelife
#nightlife
#charlife
#যমুন_নদী
#যমুনা
#গান
#বারবিকিউ
Информация по комментариям в разработке