Message | পথশিশু এবং অসহায় মানুষদের নিয়ে হৃদয় কাঁপানো র‍্যাপ সং | Akhtar Hossain Rafid | Oporup

Описание к видео Message | পথশিশু এবং অসহায় মানুষদের নিয়ে হৃদয় কাঁপানো র‍্যাপ সং | Akhtar Hossain Rafid | Oporup

Song : Message
Tune & Singer : Akhtar Hossain Rafid
Lyric : Abdur Rahman & Golam Mawla Fahim
Record Label : Feelings of Tune Studio
Sound Design : Shahporan Saifee
D. O. P : Abdul Aziz
Director & Edit : HM AH Rafid

GFX : AR PRODUCTION"Z
আসসালামু আলাইকুম । প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডােনেশন একটা ফ্যাক্ট। আমাদের আয়ােজনগুলাে তৈরিতে এর শুন্যতা ভীষণ। আল্লাহর রহমত, নিজেদের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালােবাসায় আমাদের এগিয়ে চলা। আশাকরি আপনার সুযােগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর অথবা ডােনেট করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ। ✆ +8801795-583950.

♪পুরো গানের লিরিক♪
দুরু দুরু করে কাঁপে গরিবের বুকটা
চারিদিকে ঘোরে শুধু চাহনির চোখটা
এই বুঝি নিয়ে এলো কেউ শীতবস্ত্র
শীতে কেপে কেটে যায় তার দিন রাত্র

কত আশা ছিলো মনে পাবে এক কম্বল
এই শীতে হয়ে যাবে জীবনের সম্বল
রাতে থাকো আলিশান বহুতল ভবনে
ওরা খাটে ঘুমায়নি কোনদিন জীবনে

ফুটপাতে শুয়ে থাকে যেইখানে রাত হয়
নেই কোন ঠিকানা নেই কোন পরিচয়
অফিসেতো যাও তুমি লাক্সারি গাড়িতে
ওদেরতো জায়গাটা কুকুরের সারিতে ঐ

গরিবের ঘরে নেই ভাত পানি নুনটাও
অনাহারে কেটে যায় দিন আর রাতটাও
চাইনিজ থাই ফুড গ্রিল চাপ তুমি খাও
খাবারের টেবিলে থাকে কোরমা পোলাও

প্রতিবেশী গরীবের খোঁজ তুমি নাওনা
হয়তো সে সারাদিন কিছু খেতে পায়না
ডাস্টবিনে লড়াইটা চলছে তো চলছে
কিছু প্রানী ওইখানে কি যেন কি খুঁজছে

একটু খাবার পাবে এই ছিল বাসনা
খোজাখুজি করেওতো কিছুই যে পায়না
অনাহারে কাটে দিন আর কাটে রাত্রি
এভাবেই হয়ে যায় কবরের যাত্রী ঐ

আমারে ভাবায় ঐ পথ শিশুর চাওনি
চুরি করে খাওয়া পাপ সমাজে বেয়াইনি
দিন শেষে দেখা গেছে তিনদিন খায়নি
হাত পেতে পা ধরেও সাহাজ্য পায়নি

বিবেক হয় বেচা কেনা বড্ড সস্তায়
মিথ্যাকে পাওয়া যায় বন্ধি বস্তায়
সন্তান জননিকে ফেলে যায় রাস্তায়
ঠিক ভুল বিচারেতে কেও বা পস্তায়

রাস্তাতে ফুতপাতে থাকে শিশু নারি
মানুষ কুকুর খাদ্য লইয়া করে কাড়াকাড়ি
এক বস্থা চাওল দিলা নাই তার হাড়ি
খাদ্য বস্র চিকিৎসা চাই তার বাড়ি

নয় ছয় আর কত এই সব বাদ দাও
সামর্থ যতটুকু গরিবের সাধ দাও
মসজিদে নামাজে শিখো তুমি একতা
গরিবের প্রতি তোমার নাই কেন মমতা

এইখান থেকে তুমি নাও খাটি শিক্ষা
এই খানে সব রাজা করে সবে ভিক্ষা
পাচতলা নিচ তলা ভেদাবেদ ভুলে যাই
অর্থ সম্পদ কই নিবা কাফনেরতো পকেট নাই

গরীবের দিকে ফিরে চাও ধনীলোক
এই শীতে ভাগাভাগি করে নাও সুখ
করো যদি গরীবের প্রতি এহসান
খুশি হয়ে যাবে তোর প্রভু রহমান

{Like Our Official Facebook Page}
www.facebook.com/FeelingsOfTune
www.facebook.com/OporupShilpiGosthi

#message #oporup #messagerapsong #akhtarhossainrafidnewsong
#babarapsong #virulrapsong #virulrapgojol #rafidgojol

Комментарии

Информация по комментариям в разработке