Honors 4th Year//ভাইভা পাশ করার সহজ উপায়//How to Pass any Viva Voce Exam //A-Z Viva Preparation#vivapreparation
Thanks for visiting!!!
Subscribe for more!!!!
ভাইভার টোটাল মার্ক ১০০৷ একটু ভালো প্রস্তুতি নিলে, এক্সামিনারের সামনে নার্ভাস না থাকলে, ম্যানার ঠিক থাকলে, Fluently উত্তর দিতে পারলে ভাইভায় অনেকেই A+ পায়।
Formal look নিয়ে ভাইভা দিতে হবে। ছেলেরা সাদা শার্ট এবং কালো প্যান্ট পরিধান করবে। মেয়েরা শাড়ি, সালোয়ার কামিজ বা বোরকা পড়তে পারবে৷ বোরকা পড়ে আসলে পরীক্ষার সময় মুখ খোলা রেখে বোর্ডের কক্ষে প্রবেশ করতে হবে।
ভাইভার সময় যেগুলো করা উচিত নয়ঃ-
অতিরিক্ত মেকআপ,,,,ভারী অলংকার,,,,হাতে লম্বা নখ,,,,,,কড়া পারফিউম বা আতর । ছেলে মেয়ে উভয়ই ঘড়ি পড়বে এবং সব সময় মুখে হালকা হাসি রাখার চেষ্টা করবে।
করনীয়ঃ-
ভাইভা বোর্ডে যাওয়ার সময় নার্ভাস না থাকা। হাসিমুখে ভাইভা বোর্ডের কক্ষে প্রবেশ করা। কক্ষে প্রবেশের আগে অবশ্যই অনুমতি নেয়া। উপস্থিত সবাইকে সালাম দেয়া। বসার অনুমতি দিলে বসা। কোনোক্রমেই টেবিলে হাত রাখা যাবে না। এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড টেবিলের উপর রাখবেনা । ভাইভার সময় প্রশ্নকর্তার সামনে হাসি খুশি প্রফুল্ল থাকা।
প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া। প্রশ্নের উত্তর দেয়ার সময় হাত পা নাড়ানো উচিত নয়। অনেকের অভ্যাস, উত্তর বলার সময় হাত নাড়িয়ে বলা। এটা ভাইভা বোর্ডে করা যাবেনা। প্রশ্ন কর্তার সাথে খারাপ আচারন না করা।
প্রশ্নকর্তা প্রথমে তোমাকে সকল বিষয় হতে প্রশ্ন করবেন। উত্তর বলতে না পারলে প্রশ্নকর্তা প্রশ্ন করবেন ফাইনাল পরীক্ষায় কোন বিষয়ে ভালো দিয়েছ। সেখান থেকেই প্রশ্ন করবেন। উত্তর জানা না থাকলে বানিয়ে বলার চেষ্টা করা যাবেনা। সরাসরি বলবে, I am sorry, sir. প্রশ্ন বুঝতে না পারলে বলবে, Sorry, Sir. Clarify the question please! কক্ষ থেকে বের হওয়ার সময় মৃদু হাসিতে সালাম দিয়ে বের হওয়া উচিত ।
ভাইভার আগের দিন সবরকমের কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কলম ফাইলে রেখে দিবে। সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে কলেজে উপস্থিত হবে।
ভাইভার জন্য যা যা পড়বেঃ
৪র্থ বর্ষের কোর্স গুলোর বেসিক প্রশ্ন । যেমনঃ Important Characters, theme, important quotes etc. সিলেবাসের লেখক ও কবিদের বিখ্যাত সাহিত্যকর্মের নাম যেমনঃ Shakespeare, Chaucer, Tennyson, King Alfred, Bacon Charles Dickens এর বিখ্যা নাম.
Specilly, Tintern Abbey, The patriot, Lake Isle of Innisfree , The Waste Land The Rhyme of the Ancient Mariner. Songs of Innocence and Experience etc
,#চতুর্থবর্ষেরভাইবা,#VivaPart3,#OralExam,#AcademicViva,#InterviewSkills,#StudyTips,#VivaQuestions,#FinalYearViva,#StudentTips,#ExamPreparation,#VivaSuccess,#VivaPractice,#ExamTips,#VivaStrategies,#VivaGuide,#UniversityViva,#vivavoce,university viva interview,#VivaAttire,#InterviewOutfit,#VivaDressCode,#ProfessionalAttire,#DressForSuccess,#VivaTips,#FormalWear,#InterviewStyle,#ProfessionalDress,#OutfitInspiration,#ExamDay,#DressToImpress,#FormalAttire
Информация по комментариям в разработке