বিসমিল্লাহর শক্তিশালী ওজিফা। সম্পদ রিজিক ও জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত। ফজিলত। All bangla dua

Описание к видео বিসমিল্লাহর শক্তিশালী ওজিফা। সম্পদ রিজিক ও জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত। ফজিলত। All bangla dua

বিসমিল্লাহর শক্তিশালী ওজিফা। সম্পদ রিজিক ও জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত। ফজিলত। All bangla dua

ক. হজরত জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন, বিসমিল্লাহ যখন নাজিল হয়, তখন মেঘমালা পূর্বদিকে দৌড়াতে লাগল, সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল, সব প্রাণীজগত নিস্তব্ধভাবে দাঁড়িয়ে শুনতে ছিল, শয়তানকে দূরে বিতাড়িত করা হয়েছিল এবং আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও জালালিয়াতের কসম খেয়ে বলেছেন, যে জিনিসের ওপর বিসমিল্লাহ পড়া হবে, ঐ জিনেসে অবশ্যই বরকত দান করব। (তাফসিরে মারদুওয়াই)

খ. হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে শত্রু যুদ্ধের ময়দানে অপেক্ষা করছিল। হজরত খালিদ ইবনে ওয়ালিদের ধর্মে সত্যতা পরীক্ষার জন্য বিষে ভরা একটি শিশি তাঁকে দেয়া হলো। তিনি শিশির সম্পূর্ণ বিষ বিসমিল্লাহ পড়ে পান করেছেন। কিন্তু বিসমিল্লাহ`র বরকতে বিষের বিন্দু মাত্র প্রভাবও তার ওপর পড়েনি। (তাফসিরে কাবির)

গ. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কোনো ব্যক্তি যদি পায়খানায় প্রবেশকালে বিসমিল্লাহ পড়ে, তবে জিন ও শয়তানদের দৃষ্টি ঐ ব্যক্তির গুপ্তাঙ্গ পর্যন্ত পৌছতে পারে না। (তিরমিজি)
ওলামায়ে কেরাম বলেন বিসমিল্লাহর বরকতে দুনিয়াতে মানুষ যেমন শয়তানের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায় তেমনি বিসমিল্লাহির রাহমানির রাহিম এর ১৯ হরফের বরকতে কাল কেয়ামতের ময়দানে জাহান্নামের যে ১৯জন দারোগা আছেন তাদের দৃষ্টি থেকেও বান্দা অদৃশ্য হয়ে যাবে।
মানুষ ৪ প্রকারের গুনাহ করে থাকে, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, বিসমিল্লাহির রাহমানির রাহিমে ৪টি শব্দ আছে আর এই ৪টি শব্দের বরকতে বান্দা এই ৪ প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার এবং তওবা করার তৌফিক হাসিল করে।

ঘ. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে খাদ্যে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাদ্যে শয়তানের অংশ থাকে। (মুসলিম)

ঙ. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে খাবারের মজলিসে জনৈক সাহাবি বিসমিল্লাহ ব্যতিত খাওয়া শুরু করে। পরে যখন স্মরণ হয় তখন বলেন, বিসমিল্লাহি আওয়ালিহি ও আখিরিহি` তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ অবস্থা দেখে হাসতে লাগলেন এবং বললেন, শয়তান যা কিছু খেয়েছিল তিনি (সাহাবি) বিসমিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সব বমি করে দিয়েছে। (আবু দাউদ)
শুধু খাবারের সময় নয় বরং প্রত্যেক কাজে বরকত লাভ করতে চাইলে তার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। বিইসমিল্লাহ এর ৭টি অথ রয়েছে যেমন ১টি অথ হল আল্লাহর নামে শুরু করছি, ২য় অথ হল আল্লাহর নামের বরকতে শুরু করছি, সে জন্য পূর্বের যুগের লোকেরা কথায় কথায় বলত আল্লাহর বরকতে আল্লাহর বরকতে, তারা মুলত বিসমিল্লাহ এর তরজুমা করত।
প্রতিটি বৈধ ও ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করলে তা সফলতা ও পূর্ণতার মুখ দেখে। তাই গুরুত্বপূর্ণ যেকোনো বৈধ কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা। হাদিসে এসেছেÑ ‘প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ যার শুরুতে বিসমিল্লাহ পড়া হয়নি তা অসম্পূর্ণ থেকে যায়।’ (মুসনাদে আহমাদ : ১৪/৩২৯;
বিসমিল্লাহ পড়লে শয়তান পরাজিত হয়। সে উক্ত স্থানে টিকতে পারে না। তার কার্যক্ষমতা নিঃশেষ হয়ে যায়।
হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বিসমিল্লাহ বলে তুমি তোমার দরজা বন্ধ কর। এতে শয়তান বন্ধ দরজা খুলতে পারবে না। বিসমিল্লাহ বলে বাতি নিভিয়ে দাও। একটু কাঠখড়ি হলেও আড়াআড়িভাবে বিসমিল্লাহ বলে পাত্রের মুখ ঢেকে রাখ। বিসমিল্লাহ বলে পানির পাত্র ঢেকে রাখ।’ (বুখারি : ৩২৮০; মুসলিম : ২০১২)
রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এ টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না। কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো, সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এ ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু ‘বিসমিল্লাহ’ লিপিবদ্ধ রয়েছে।
সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে বিসমিল্লাহ বলে আমরা সে কাজে সহজে বরকত লাভ করতে পারি।

All Bangla Youtube Link
   / allbangla1  
Bangla Dua Blog
https://allbangladua.blogspot.com
Bangla Dua Facebook Link
  / allbangladua  

#দোয়া
#বিসমিল্লাহ
#বরকত

Комментарии

Информация по комментариям в разработке