আমার এই ভিডিও দাড়া আপনাদের নতুন কিছু শিখা এবং বুঝার জন্য বানানো হয়েছে।
তাই সবাই মনযোগ সহকারে ভিডিও দেখেন, ভুল বান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
জ্যোতিবিদ্যা,
জ্যোতির্বিদ্যা শিক্ষা করা ও অর্জন করা নিন্দনীয় কাজ। সুতরাং নবী করীম (ছঃ) বলিয়াছেন, “যখন তাকদারের আলোচনা হইতে দেখিবে তখন চুপ থাকিবে। যখন তারকার আলোচনা হইতে দেখিবে তখন চুপ থাকিবে। আর আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে যখন সমালোচনা হইতে থাকিবে তখনো চুপ থাকিবে।
আরেকটি হাদীসে বর্ণিত হইয়াছে নবী করীম (ছঃ) বলিয়াছেন, আমার পরবর্তী উম্মাতের ব্যাপারে আমি তিনটি বিষয়ের ভয় অনুভব করিতেছি (১) নেতৃস্থানীয় লোকদের অত্যাচার ও বাড়াবাড়ি হইতে, (২) তারকারাজির উপর। বিশ্বাস-ভক্তি হইতে এবং (৩) অদৃষ্টের প্রতি অস্বীকার করা হইতে।
আমীরুল মু'মিনীন হযরত উমর ফারুক (রাঃ) বলিয়াছেন, জ্যোতির্বিদ্যা শুধু তুমি এতটুকুই শিখিতে পার যতটুকু দ্বারা জল ও স্থলের রাস্তা পাওয়া যায়। ইহার চাইতে অতিরিক্ত শিক্ষা গ্রহণ করিও না। তিন কারণে জ্যোতির্বিদ্যা শিক্ষা করা নিষিদ্ধ। প্রথমত, ইহার দ্বারা মানুষের বিশ্বাস প্রতিক্রিয়াশীল হয়। সুতরাং তাহারা যখন এই কথা জানিতে পারে যে, তারকার গতির পরে অমুক অমুক নব উদ্ভাবন দুর্ভাগ্য হইবে। তাহা হইলে ইহা তাহার অন্তরে চিরস্থায়ী হইয়া যাইবে যে, তারকাই প্রকৃত ফলদায়ক আর তাহাই উপাস্য। আর ইহা জগত পরিচালক। কারণ হইল, সূক্ষ্মাতিসূক্ষ্ম মহা মূল্যবান, সুউচ্চ আকাশে অবস্থানের কারণে অন্তরে তাহার বড়ত্ব সৃষ্টি হয় এবং এমন অনুভূতি আসিতে থাকে যে, ভালো ও মন্দ যাহা কিছু ঘটিতেছে তাহা তাহার দ্বারা হইয়া থাকে। এই ধরনের বিশ্বাসের কারণে আল্লাহর স্মরণ অন্তর হইতে দূরীভূত হইয়া যায়। কমজোর ও দুর্বল বিশ্বাসী লোকের দৃষ্টিভঙ্গি অগ্রসরমাণ হয়। না । পক্ষান্তরে বিজ্ঞ আলেমগণ এই সবের রহস্য গভীরভাবে অনুধাবন করিতে পারেন।
দ্বিতীয়ত, জ্যোতিষের তারকারাজি সম্পর্কিত ভবিষ্যতবাণী শুধু অনুমান ও আন্দাজের উপর নির্ভরশীল। তাহাদের প্রত্যেকের ব্যাপারেই জ্ঞান অবশ্যম্ভাবী নহে এবং ধারণাগতও নহে। এই কারণে জ্যোতির্বিদ্যার সাহায্যে কোন নির্দেশ জারি করা মূর্খতার প্রতি নির্দেশ জারি করার মতোই। এই অবস্থায় জ্যোতির্বিদ্যার নিন্দা শুধু এই জন্য করা হইয়া
astronomy,
Studying and acquiring astronomy is reprehensible. Therefore, the Prophet (pbuh) said, "When you see the discussion of Takdar, then you will be silent. When you see the stars talking, you will be silent. And when there is criticism about my Companions, I will remain silent.
In another hadith, the Prophet (pbuh) said, I fear three things about my next Ummah (1) from the tyranny and excesses of the leading people, (2) from stardom. From faith-devotion and (3) from denial of the unseen.
Ameerul Mu'minin Hazrat Umar Farooq (R.A.) said, You can only learn astronomy as much as you can find the way of water and land. Do not take more education than this. Teaching astronomy is prohibited for three reasons. First, it makes people's faith responsive. So when they know that after the motion of the star, such and such innovation will be unfortunate. Then it will become permanent in his heart that the star is the real fruitful and that is the god. And this is the director of the world. The reason is that subtlety is very valuable, due to its position in the high sky, greatness is created in the heart and such a feeling comes that everything good and bad that happens is because of it. Due to this kind of belief, the remembrance of Allah is removed from the heart. The outlook of the weak and weak-minded is advanced. no On the other hand, learned scholars can deeply understand the secrets of all these.
Secondly, astrology predictions based on star signs are only based on guesswork and guesswork. Knowledge of each of them is neither absolute nor conceptual. For this reason to issue a directive with the help of astronomy is like issuing a directive to stupidity. In this situation, astronomy is condemned only for this reason
mysterious ocean in enceladus,real images of enceladus,new timelapse footage of এঞ্চেলাদুস
Информация по комментариям в разработке