আইপিএম মাঠ দিবস। সবজী কৃষক স্কুলের মাঠ দিবস। কৃষক মাঠ স্কুল। Farmer Field School

Описание к видео আইপিএম মাঠ দিবস। সবজী কৃষক স্কুলের মাঠ দিবস। কৃষক মাঠ স্কুল। Farmer Field School

শরীয়তপুরের জাজিরা উপজেলায় সেনেরচর ইউনিয়নের সেনেরচর ব্লকের ছোট কৃষ্ণ নগর গ্রামে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় রবি মৌসুমে " সবজি কৃষক স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ জামাল হোসেন স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১/ সহকারী কৃষি সম্প্রসারন অফিসার জনাব কেরামত আলী স্যার ২/ জনাব মোঃ নজরুল ইসলাম উপসহকারী কৃষি অফিসার মহোদয় ৩/ জনাব মোঃ আজাহারুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ হাসান হাফিজুর রহমান, উপসহকারী কৃষি অফিসার ও ট্রেইনার উপসহকারী কৃষি অফিসার মহোদয় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মনিতোষ হালদার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আয়নাল আকন।
#ipm
#imp school
#agriculture
#কৃষি
#field
#field school
#ffs

Комментарии

Информация по комментариям в разработке