Туннельная экспедиция Али. Пещера Али Али Кадам. Пещера Али Аликадам Бандарбан

Описание к видео Туннельная экспедиция Али. Пещера Али Али Кадам. Пещера Али Аликадам Бандарбан

কী আছে এই আলীর গুহায়? | Ali's Cave Alikadam । আলীর সুড়ঙ্গ অভিযান, আলীকদম ,বান্দরবান

#আলীকদমের_আলীর_গুহা
#Alis_Cave
#আলীরগুহা
#আলীরসুড়ঙ্গ

গুহা নিয়ে রহস্যের শেষ নেই। আলীকদম সদর থেকে তিন কিলোমিটার দূরে মাতামুহুরী-টোয়াইন খাল ঘেঁষে দুই পাহাড়ের চূড়ায় এই গুহার সৃষ্টি। এলাকাবাসীর কাছে এই গুহা আলীর সুরম নামে পরিচিত। সরকার এই গুহাকে পুরাকীর্তি হিসেবে চিহ্নিত করেছে।

এখানে মূলত তিনটি গুহা রয়েছে। সবগুলো গুহা যদি ঘুরে দেখতে চান তাহলে আপনার দুই ঘণ্টা সময় লেগে যাবে। গুহা ঘুরতে আপনাকে ঝিরিপথ দিয়ে চলতে হবে। ঝিরি থেকে গুহার মুখ ওপরে অবস্থিত। প্রথম গুহা ঘুরতে আপনার বেশি সমস্যা হবে না; কারণ প্রথম গুহায় সিঁড়ির ব্যবস্থা রয়েছে। কিন্তু বাকি গুহাগুলোতে পাহাড় বেয়ে আপনাকে উঠতে হবে।

গুহার কিছু অংশে হামাগুড়ি দিয়ে যেতে হবে; কারণ এর কিছু অংশ বেশ সরু। গুহার ভেতরে গেলেই যেন এক অজানা রহস্য আপনাকে ঘিরে রাখবে। নতুন এক জগতের সঙ্গে পরিচয় হবে আপনার। ভেতরে যেতে অবশ্যই টর্চ কিংবা মশাল নিতে হবে। একেবারেই ঘুটঘুটে অন্ধকার এই গুহার ভেতরটা। গা ছমছম করা পরিবেশ এবং একেবারেই স্যাঁতসেঁতে এই গুহাগুলো।

আদিবাসী তরুণরা জানান, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য ৭০০ মিটারের মতো হবে। তারা পর্যটকদের সঙ্গী হয়ে ২০০ মিটার পর্যন্ত গিয়েছিলেন। বাকি পথ যাওয়া সম্ভব হয়নি।

দুর্গম পাহাড়ে আলীর সুড়ঙ্গটি কীভাবে তৈরি হলো? কে তৈরি করলেন? কেন করলেন- এই ইতিহাস অজানা। তবে এই সুড়ঙ্গ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। জানা গেল, ১৮ জন আরাকানি (মিয়ানমার) রাজা রাজ্য পরিচালনার সুবিধার্থে মুসলিম উপাধি ধারণ করেন। এর মধ্যে ১৪৩৪-৫৯ খ্রিষ্টাব্দে শাসন কাজ পরিচালনা করেন রাজা মংখারি। তার মুসলিম উপাধি ছিল 'আলী খান'। ১৫৩১ খ্রিষ্টাব্দে রাজত্ব করেন রাজা থাজাথা। তার মুসলিম উপাধি ছিল আলী শাহ। এ কারণে এলাকার নাম আলীকদম। সুড়ঙ্গের নাম আলী গুহা হতে পারে।

জনশ্রুতি আছে, ৩৬০ আউলিয়া উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। এদের মধ্যে একটি অংশ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ইসলামের জয় নিশান উড়িয়েছিলেন। তাদের মধ্যে আলী নামের কোনো আউলিয়া থাকতে পারেন। যার পদধূলিতে নাম হয়েছে আলীকদম বা আলী গুহা।

গাইড :আলী গুহা বা আলীর সুড়ঙ্গে আগে গিয়ে না থাকলে একা না যাওয়াই ভালো। সঙ্গে গাইড নিয়ে নেবেন। আলীকদম থেকে কাউকে নিয়ে নিতে পারেন গাইড হিসেবে। তাছাড়া ঝিরিপথের শুরুতেই বেশ কিছু ছেলে দাঁড়িয়ে থাকে, তাদের মধ্য থেকেও কাউকে নিতে পারেন। তবে আগে থেকেই কথা বলে নেবেন সবগুলো গুহা যেন ঘুরে দেখায়।

থাকার ব্যবস্থা :আলী গুহায় একদিনে গিয়েই ঘুরে আসতে পারবেন। রাতে ঢাকা থেকে বাস করে গিয়ে সারাদিন ঘুরে আবার রাতের বাসে ঢাকায় ফিরে আসতে পারেন। চট্টগ্রাম থেকে খুব সকালে গেলে ঘুরে আবার একদিনেই ফিরে আসতে পারবেন। তারপরও যদি থাকার প্রয়োজন হয় তাহলে আলীকদমে উপজেলা রোডে দ্য দামতুয়া ইন অথবা জেলা পরিষদের ডাকবাংলোতে থাকতে পারেন। অথবা পানবাজারে একটি বোর্ডিং আছে; মান তেমন ভালো নয়, চাইলে এই বোর্ডিংয়ে থাকতে পারেন।

খাওয়ার ব্যবস্থা :আলীকদমে বেশকিছু খাবারের হোটেল আছে।

কীভাবে যাবেন :আলী গুহায় যেতে প্রথমেই আপনাকে বান্দরবান যেতে হবে। বান্দরবান জেলার আলীকদম পৌঁছে তারপর আলী গুহায় যেতে হবে। বান্দরবান শহর থেকে থানচি-আলীকদম রোড দিয়ে কিংবা কক্সবাজারের চকরিয়া উপজেলা হয়ে আলীকদম আসতে হবে।


💚ক্রিসতং-রুংরাং অভিযান💚
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
👉Ali's Cave Ali Kadam । আলীর গুহা আলীকদম বান্দরবান    • কী আছে এই আলীর গুহায়? | Ali's Cave Al...  
👉আলীকদম থেকে খেমচং পাড়া | বান্দরবান গহীনের গল্প    • আলীকদম থেকে খেমচং পাড়া | বান্দরবান গ...  
👉Rungrang sumit | বান্দরবানের গহীনে বাঘ কি আসলেই আছে?    • ক্রিসতং-রুংরাং অভিযান | সাইংপ্রা ঝর্ণ...  
👉ক্রিসতং-রুংরাং ট্রেইলে তৃষ্ণায় প্রাণ যায় যায় অবস্থা    • ক্রিসতং জঙ্গলের এতো গাছ কোথায় গেলো? |...  
👉গয়ালের মাংস দিয়ে বিরিয়ানির রান্না    • খেমচং পাড়ায় গয়ালের মাংস দিয়ে বিরি...  
👉এরা এই সব কি খায়? | Real Life of Bandarban    • দেখুন কিভাবে পাহাড়ে গয়াল শিকার করে ...  
👉পাহাড়ে জংলী গয়াল (গরু) শিকারের পর কি হল দেখুন    • পাহাড়ে জংলী গয়াল (গরু) শিকারের পর ক...  
👉ফেঁসে গেলাম ঘন জঙ্গলে ঘেরা কির্সতং পাহাড়ে    • ফেঁসে গেলাম ঘন জঙ্গলে ঘেরা কির্সতং পা...  
👉থংওয়ে পাড়া থেকে সাকলাইন পাড়ায়    • আলীকদম সার্কিট | থংওয়ে পাড়া থেকে সাকল...  
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

❤My Hart
✌Facebook group,  / 2248176618777043  
💛Facebook Page,https://www.facebook.com/babul2x/?ref...

Disclaimer:
Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Babul Bd Traveler.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Thanks For Watching..
LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE!

Комментарии

Информация по комментариям в разработке