আমাদের সকল বয়ান ও লেখনী পড়ে বুঝবেন তার পর কমেন্ট লিখবেন। যেহেতু মুহাম্মদ আলহাজ্ব MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী যুক্তি তর্কের উর্ধে কুরআন সুন্নাহর দলীল সাপেক্ষে কথা বলে থাকেন সেহেতু যুক্তি-তর্ক দিয়ে যদি কুরআন-সুন্নাহর দলীল খন্ডন করতে চায় তাহলে অসংখ্য ছহীহ্ হাদিস ও কুরআন শরীফের সূরা যেমন সূরা আহযাব ৩৬ ও সূরা নিসার ৬৫ আয়াতের ভিত্তিতে সে কাফের সাব্বস্ত হবে। তাতে আমাদের কোন দায় নেই। আমাদের ওয়াজ ও জু'মার বায়ান সমুহ কুরআন, সুন্নাহ, ইজমা ও ক্বিয়সের ভিত্তিতে- হুজুর পাক
ছল্লাল্লহু আলাইহি ওয়া ছাল্লাম উনার ও সাহাবায়ে কেরাম
রদিআল্লাহু তা'য়ালা আনহুম উনাদের মতের সাথে মিল রেখে (বাতিল বাহাত্তর ফিরকা সাথে মিল না রেখে) এবং
জঙ্গি-সন্ত্রাসিপনা মুক্ত, সাহাবায়ে কেরামদের থেকে অলী
আওলীয়াদের মধ্য দিয়ে আসা সঠিক সত্য ইসলামের প্রচার ও মানুষের মধ্যে পৌছে দিয়ে জিহাদ ও বায়াত ভিত্তিক খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করা।
"
' হক্বের দা'ওয়াত সিদ্দিক্বীয়া দরবার ও হক্বের
দা'ওয়াত সিদ্দিক্বীয়া সুন্নতী জামে মসজিদের মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য।"
"মুসলিম সমাজকে সকল সন্ত্রাস-জঙ্গীপনা হতে মুক্ত করে দেশ, জাতি ও ইসলামের ক্ষতিমুক্ত- উপকারী খেলাফত কায়েমের সঠিক ইসলামী দিক নির্দেশনা দান করার উদ্দেশ্যে সকল নবী প্রেমিক মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুরআন-সুন্নাহর খেলাফত নীতি বাদ দিয়ে অমুসলিমদের তৈরি করা দেশ ও জাতির ক্ষতিকারী হরতাল-লংমার্চকে ঈমানী দায়িত্ব নামে অপপ্রচারকারী ও জঙ্গীবাদী- সন্ত্রাসীরা দেশ, জাতি ও ইসলামের শত্রু, এদের প্রতিহতের আপ্রাণ প্রচেষ্টা করা ও তাদের মুখোশ খুলে দেয়া প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব। সত্যের সন্ধান দিয়ে মহিলা-পুরুষকে সুন্নতী পর্দা ভিত্তিক হক্ব
ফুরফুরা সিলসিলার সঠিক ব্যাখ্যা মোতাবেক নবীজি এবং
মহান আল্লাহ্ পাক উনার সন্তষ্টির পথে পরিচালিত করে ঈমান, নামাজ, রোযা, হজ্ব, যাকাত ও পর্দাসহ সত্যিকারের ইসলামে গ্রহন যোগ্য হানাফী মাযহাব ভিত্তিক ও হক্ব সুন্নতী তরিক্বত ভিত্তিক সকল সঠিক আমল আক্বিদা শিক্ষা দিয়ে সকল আপনজন, নিজে এবং অন্যকে দুনিয়া ও আখেরাতে উপকার সাধনের সঠিক দিক নির্দেশনা দান করা। আর এই সুন্নতি দরবারের মূল উদ্দেশ্য ও লক্ষ হচ্ছে ধর্মের লেবেলে কোনো জঙ্গিপনা, সন্ত্রাসীপনা করা যাবেনা। দেশ, জাতী ও ইসলামের সামান্যতমও ক্ষতি বা ফেৎনা ফাছাদ সৃষ্টি হয় এমন কোন কাজ এই দরবারের সাথে সম্পৃক্ত মুহাম্মদ MMD. আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী উনার কোন মুরিদ বা অনুসারি যুক্ত হতে পারবে না। এরকম কোন কাজের অথবা কোন জঙ্গি সন্ত্রাসী
সংগঠনের সাথে সম্পৃক্তির কোন প্রমান উনার কোন মুরিদের কার্যক্রমে পাওয়া গেলে প্রমানিত হবে যে সে কোন বাতিল ফেরকার পক্ষ থেকে এ দরবারের ভাব মূর্তি নষ্টের কুমতলবে মুরিদ সেজেছে এবং সাথে সাথে তাকে অত্র দরবারের সকলকার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। আমাদের লক্ষ্য আমরা কুরআন, সুন্নাহ্ ইজমা, ক্বিয়াস- ভিত্তিতে সত্যিকারের ইসলাম নিজেরা মানবো অন্যকে দা'ওয়াতের মাধ্যমে মানানোর চেষ্টা করব। দেশ, জাতী ও ইসলামের উপকার করার চেষ্টা করব। কারো কোন ক্ষতি করব না। আমরা সুদ-ঘুষ, জেনা, চুরি-ডাকাতি-খুন, জঙ্গীপনা, হরতাল, লংমার্চ, প্রানীর ছবি,
ভিডিও, টিভি, গান-বাজনা, শরীয়ত বিরোধী খেলাধুলা, মদ, জুয়া, গাজা, হিরোইন, ইয়াবা, বিড়ি-সিগারেট, গুলসহ ইসলামী শরীয়তের সকল হারাম কাজ ছেড়ে দেব ও দলীয় স্বার্থের নেশায় লোভ, হিংসা, অংকার ও মিথ্যা আশ্রয় না নিয়ে আমরা সকলেই আজীবন খোলাফায়ে রাশেদার সন্নতী নিয়মে দা'ওয়াত ভিত্তিক সুন্নতী খেলাফত কায়েম করা এবং আল্লাহ্র খালিছ অলী হওয়ার আপ্রাণ প্রচেষ্টা আজীবন চালিয়েই যাব। ইনশা-আল্লাহ্।
#হক্বের_দাওয়াত_বগুড়া
#all_short_waz_d_ashraf_siddique
Информация по комментариям в разработке