(( কিভাবে আধার কেন্দ্রে যাবেন )) সল্টলেক সেক্টর ফাইভ

Описание к видео (( কিভাবে আধার কেন্দ্রে যাবেন )) সল্টলেক সেক্টর ফাইভ

PUBLISHED ON 17 / 12 / 2022

কিভাবে আধার কেন্দ্রে যাবেন
সল্টলেক সেক্টর ফাইভ
আপনি যদি বনগাঁ হাসনাবাদ রানাঘাট ব্যান্ডেল ডানকুনি এই দিক থেকে আসেন তবে সেক্টর ফাইভ সটলেক যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা হল বিধান নগর রেলওয়ে স্টেশন।
এই স্টেশনে নেমেই আপনাকে আধার কেন্দ্রে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা।
এখান থেকে মাত্র ১০ টাকায় আপনি সল্টলেক সেক্টর ফাইভ আধার কেন্দ্রে পৌঁছে যাবেন।
বিধান নগর স্টেশনে নেমে প্রথমে আপনি বিধাননগর বাসস্ট্যান্ড যেতে হবে।
বিধান নগরের আরেকটি প্রচলিত নাম হলো উল্টোডাঙ্গা।
বিধান নগর বাস স্ট্যান্ড থেকে আপনি এস ৩০ বাসে করে ওয়েবেল মোড় স্টপেজে নামবেন বিধান নগর থেকে একটি এসি বাস ছাড়ে, সেটি হল এসি ৩০ এছাড়াও আরো একটি বাস এসটি7 এটিও ওই একই রুটে চলে কমবেশি ১০ টাকা ১২ টাকা হতে পারে ভাড়া এছাড়াও আরো অন্যান্য বাস এখান থেকে পেয়ে যাবেন তবে সেগুলি কলেজ মোড় হয়ে যায়।
তবে আপনাকে আধার কেন্দ্রের খুব কাছাকাছি এস থার্টি এবং এসি থার্টি এই বাসগুলি যায়।
ওয়েবেল মোড়ে নেমে ঠিক বাঁদিকে দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন আপনার সেই আধার কার্ড কেন্দ্র এটি এইচডিএফসি ব্যাংকের সঙ্গেই যোগ।
আপনারা যখনই আধার কেন্দ্রে আসবেন তখন অবশ্যই কোন জায়গা থেকে অনলাইন স্লট বুক করে আসবেন এ থেকে আপনাদের কাজের অনেক সুবিধা হবে অফলাইনে খুব বেশি ফর্ম ছাড়া হয় না সেক্ষেত্রে অনলাইনে কিন্তু ভরসা তাই আপনার যেখান থেকেই আসুন না কেন অনলাইন বুক করে আসবেন।

যারা হাওড়া থেকে আসবেন তারা s12 এবং এসি ১২ এই বাস দুটিতে করে আসবেন এসে ওয়েবেল মোড়ে নামবেন এছাড়াও যারা সাউথ থেকে আসবেন লক্ষীকান্তপুর এই লাইন থেকে যারা আসবেন তারা শিয়ালদা হয়ে আসতে পারেন বা শিয়ালদা থেকে s12 এবং এসি ১২ এই এই বাসে আসতে পারেন এছাড়াও যেসব বাস এসডিএ বা ওয়েবেল মোড় হয়ে আসে সেইসব বাসে ওয়েবেল মোড়ে চলে আসবেন এবং ওখান থেকে তিন মিনিটের হাঁটা পথ।

এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন

আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন

আপনার সবাই ভালো থাকবেন

PIE BANGLA
PINTU CHAKRABORTY

Комментарии

Информация по комментариям в разработке