00:00 - প্রারম্ভিক তথ্যঃ
শুভাশিস মজুমদার বাপ্পা যিনি বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত।বাপ্প মজুমদার একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত।
বাপ্পা মজুমদার মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। ১৯৯৬ সালের নভেম্বর মাসে বাপ্পা মজুমদার ও সন্জীব সরকার মিলে দলছুট ব্যান্ড গঠন করেন। তিনি ব্যান্ড এবং নিজের জন্যই গান লেখার পাশাপাশি তিনি অন্যান্য শিল্পীদের জন্যেও গান লিখেছেন।
00:51 - জন্ম ও শীক্ষাজীবনঃ
শুভাশিস মজুমদার বাপ্পা ১৯৭২ সালে জন্ম নেন। তার বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার। তিনি একটি সঙ্গীত পরিবারের মধ্যে বেড়ে উঠেন।তার সঙ্গীতের হাতেখড়ি শুরু হয় পরিবারের কাছ থেকে।পরবর্তীকালে, সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীন মজুমদারের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান মণিহার সঙ্গীত একাডেমী-তে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের উপর পাঁচ বছর মেয়াদী একটি কোর্স গ্রহণ করেন।
01:41 - কর্মজীবনঃ
বাপ্পা মজুমদার ১৯৯২ সালে গিটারবাদক হিসেবে সঙ্গীত জীবন শুরু করেন। প্রাথমিক সঙ্গীত জীবনে তিনি প্রায় বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সাথে গান গেয়েছেন। তিনি সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৯৫ সালে তার প্রথম এলবাম তখন ভোর বেলা প্রকাশের মাধ্যমে। এরপর থেকে তিনি এযাবৎ ১৩টি স্টুডিও এ্যালবাম প্রকাশ করেন এবং ২০০-এর বেশি এ্যালবামের প্রযোজনা করেন।চ্যানেল ওয়ানে টেলিভিশন অনুষ্ঠান দ্য ওয়ান, অ্যা মিউজিকাল টক শো-এর উপস্থাপনা করেছেন বাপ্পা মজুমদার। পরবর্তীকালে ২০১০ সালে এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।
02:33 - ব্যক্তিগত জীবনঃ
বাপ্পা মজুমদার ২০০৮ সালের ২১ মার্চ মেহবুবা মাহনূর চাঁদনীকে বিয়ে করেন, চাঁদনী একজন বাংলাদেশী মডেল, টেলিভিশন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। ২০১৭ সালে বাপ্পা মজুমদারের সাথে মেহবুবা মাহনূর চাঁদনীর ডির্ভোস হয়ে যায়,এরপর ২০১৮ সালের ২৩ জুন তানিয়া হোসাইনকে বিয়ে করেন। তানিয়া হোসাইন একজন বাংলাদেশী অভিনেতা এবং উপস্থাপীকা। বর্তমানে এ দম্পত্তির সংসারে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা নামে একটি কন্যা সন্তান রয়েছে।
03:18 - একক অ্যালবামঃ বাপ্পা মজুমদারের উল্লেখযোগ্য অ্যালবামসমূহ হলঃ
তখন ভোর বেলা, কোথাও কেউ নেই, রাতের ট্রেন, যে শহরে তুমি আছ, ধুলো পড়া চিঠি, ক’দিন পরে ছুটি, রাত প্রহরী, দিন বাড়ি যায়, SURJO স্নানে চল, বেঁচে থাক সবুজ,Janina KonMontorey, এক মুঠো গান ২,জানি না কোন মন্তরে, Benananda , Hridoyer Canvasসহ ইত্যাদি।
04:20 - জনপ্রিয় গানঃ বাপ্পা মজুমদারের উল্লেখেযোগ্য জনপ্রিয় গানগুলো হলঃ
দিন বাড়ি যায়, SURJO স্নানে চল, আমি ছিনি গো ছিনি, ভালবেসে সখী, পরী, তুমি কোন কাননের ফুল, শ্যাম কালিয়া, রাতের ট্রেন, ধূলো পড়া চিঠি, ফিরে চাই, তুমি হবে বুড়ি, নীল আকাশ সহ ইত্যাদি।
06:13 - পুরস্কার ও সম্মাননাঃ
সত্তা চলচ্ছিত্রের গানে সূর করার জন্য ২০১৯ সালে শ্রেষ্ঠ সঙ্গীত সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বাপ্পা মজুমদার।
Информация по комментариям в разработке