সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার | Deer in Sundarban । Deer Hunting

Описание к видео সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার | Deer in Sundarban । Deer Hunting

সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার | Deer in Sundarban । Deer Hunting

পূর্ব সুন্দরবন থেকে একটি চিত্রল হরিণসহ পাঁচ শিকারিকে আটক করেছে বনরক্ষিরা। শনিবার দুপুরে (২২এপ্রিল) এদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হচ্ছে, শরণখোলা উপজেলার সোনতলা গ্রামের ছায়েব মল্লিকের পুত্র নুর ইসলাম মল্লিক (৫৫), নেয়ামদ্দিন হাওলাদারের পুত্র ইউসুপ হাওলাদার (৫০), জামাল ভদ্দরের পুত্র সুমন (১৯), কামাল তালুকদারের পুত্র মোঃ হোসাইন তালুকদার (২০) ও ইউসুপ হাওলাদারের পুত্র মামুন হাওলাদার (২৫)। বন বিভাগের সুপতি ষ্টেশন কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন জানান, শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রেলিং টিম ও সুপতি স্টেশনের বনরক্ষিরা নিয়মিত টহল দিচ্ছিল।

ঈদের আগের দিন সকালে দুধমূখি নদীর চাতরা এলাকায় তনটি ডিঙ্গি নৌকা তাদের সামনে পড়ে। এসময় তাদের দেখে হাত-পাঁ বাঁধা অবস্থায় নৌকায় থাকা একটি মর্দা (পুরুষ) চিত্রল হরিণ তারা নদীতে ফেলে দেয়। বনরক্ষিরা দুর থেকে এ দৃশ্য দেখে শিকারিদের কাছে যায়। ততক্ষনে হরিণটি পানিতে ডুবে মারা যায়। পরে মৃত হরিণটি উদ্ধার করে শিকারিদের আটক করা হয়।

আটক শিকারিরা বন বিভাগের শরণখোলা ষ্টেশন অফিস থেকে মাছ ধরার পারমিট নিয়ে এক সপ্তাহ আগে সুন্দরবনে প্রবেশ করে। হরিনটির আনুমানিক ওজন ৬০ কেজি। ঈদের ছুটিতে বনরক্ষিদের টহল দুর্বল থাকবে এমন ধারনা নিয়ে শিকারিরা এ তৎপরতা চালিয়েছে বলে তিনি জানান।

Комментарии

Информация по комментариям в разработке